সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের জ্বালা ভুলে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করল ভারতের মেয়েরা। স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের অনবদ্য শতরানে ভর করে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশাল স্কোর খাঁড়া করল ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team)। সেই সঙ্গে একগুচ্ছ রেকর্ড গড়ে ফেললেন মন্ধানারা।
India finish their 50 overs at 317/8, helped by two exquisite centuries by Smriti Mandhana and Harmanpreet Kaur 🙌
Can West Indies chase this mammoth total?#CWC22 pic.twitter.com/A0ao1wvpbS
— ICC (@ICC) March 12, 2022
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে হারের মুখ দেখতে হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই হারের পর সিনিয়র ক্রিকেটারদের আরও দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন কোচ রমেশ পওয়ার। কোচের সেই পরামর্শ মেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাড়তি দায়িত্ব নিয়ে খেললেন দুই সিনিয়র। একজন স্মৃতি মন্ধানা আরেকজন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দু’জনেই অনবদ্য শতরানের ইনিংস খেললেন।
Smriti Mandhana brings up her fifth ODI 100! 🔥
A brilliant innings by the India opener 🙌#CWC22 pic.twitter.com/3oQBPQ9jEY
— ICC (@ICC) March 12, 2022
এদিন টস জিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতের। একটা সময় ৭৮ রানে ৩ উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে যায় ভারত। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ান স্মৃতি (Smriti Mandhana), হরমনপ্রীতরা। চতুর্থ উইকেটের জুটিতে ১৮৪ রান যোগ করেন টিম ইন্ডিয়ার বিস্ফোরক দুই ব্যাটার। মহিলা বিশ্বকাপের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ স্কোর। স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। এটি তাঁর কেরিয়ারের পঞ্চম শতরান। মহিলা বিশ্বকাপে এটি স্মৃতির দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৭ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সেঞ্চুরি করেন স্মৃতি।
Fourth ODI century for Harmanpreet Kaur 🔥#CWC22 pic.twitter.com/DJ3TpQNbvu
— ICC (@ICC) March 12, 2022
স্মৃতির পাশাপাশি এদিন সেঞ্চুরি করেন হরমনপ্রীতও। এটি তাঁর কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আগের ম্যাচেই অনবদ্য অর্ধশতরান করেছিলেন তিনি। হরমপ্রীত এবং স্মৃতির জোড়া শতরানে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে। এদিন ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) অনবদ্য একটি রেকর্ড গড়েছেন। মহিলা বিশ্বকাপে দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড এখন মিতালির দখলে। মোট ২৩ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিতালি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.