Advertisement
Advertisement
মহিলা বিশ্বকাপ

সেমিতে দুর্দান্ত জয়, মহিলা বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া

ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া, অপেক্ষায় সমর্থকরা।

ICC Women World Cup: Australia to face India in final
Published by: Subhajit Mandal
  • Posted:March 5, 2020 5:44 pm
  • Updated:March 5, 2020 8:12 pm  

অস্ট্রেলিয়া: ১৩৪-৫ (ল্যানিং ৪৯, মুই ২৮)
দক্ষিণ আফ্রিকা: ৯২-৫ (উলভার্ট ৪১, লুস ২১)
অস্ট্রেলিয়া ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ৫ রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC Women’s T20 World Cup) ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেল অজিরা। শেষ চারের লড়াইয়ে ডাকওয়ার্থ লুইস নিয়মে অস্ট্রেলিয়া ৫ রানে হারিয়ে দিল প্রোটিয়াদের।

Advertisement

[আরও পড়ুন: বৃষ্টিতে বাতিল সেমিফাইনাল ম্যাচ, গ্রুপ শীর্ষে থাকার সুবাদে বিশ্বকাপের ফাইনালে ভারত]

সিডনির যে মাঠে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল দুর্ভাগ্যজনকভাবে বাতিল হল, সেই মাঠেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় ম্যাচটি। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার মহিলা দল। প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটের বিনিময়ে ১৩৪ রান করে অজিরা। অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ ল্যানিং ৪৯ রানের ইনিংস খেলেন। ২৮ রান করেন বেথ মুই।

বৃষ্টির জন্য ম্যাচ কমিয়ে দেওয়া হয় ১৩ ওভারে। প্রোটিয়াদের ৯৮ রানের টার্গেট দেওয়া হয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পরপর উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৪ রানে মধ্যে তিনটি উইকেট পড়ে যায় প্রোটিয়াদের। এরপর ইনিংসের হাল ধরেন লরা উলভার্ট। মাত্র ২৭ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। 

[আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে ওঠায় মহিলা দলকে শুভেচ্ছা কোহলির, প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা]

জয়ের ফলে ফের মহিলা বিশ্বকাপের ফাইনালে পা রাখল অজি মহিলারা। আগামী ৮ মার্চ মেলবোর্নে গতবারের চ্যাম্পিয়নরা এবার মুখোমুখি হবে ভারতের। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই অজিদের ফেভারিট দল হিসেবে গণ্য করছিল। ঘরের মাঠে ফাইনালে তাঁদের হারানো বেশ কঠিন কাজ হবে। তবে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছিল ভারতীয় মহিলারা। তাই, ফাইনালে হরমনপ্রীতরা যে আত্মবিশ্বাস নিয়ে নামবেন, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement