জাতীয় দলের জার্সিতে হার্দিক ও রোহিত। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয়ে ছয় করে বিশ্বকাপের (ICC WC 2023) শেষ চারের টিকিট কার্যত পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। তবে কোনও লড়াইকেই হালকা ভাবে নিতে নারাজ রোহিত শর্মা অ্যান্ড কোং। সেমিফাইনালের আগেই তাই হার্দিক পাণ্ডিয়াকে ফিরিয়ে দেখে নেওয়ার পরিকল্পনা করতে পারে দল। যে কারণেই বৃহস্পতিবার ভারতীয় দলের প্রথম একাদশে একাধিক বদল ঘটতেই পারে।
চলতি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। তার পর থেকে রিহ্যাবে ভারতীয় অলরাউন্ডার। দ্রুত ফিট করে দলে ফিরতে মরিয়া তিনি। সব ঠিকঠাক থাকলে কি লঙ্কাবাহিনীর বিরুদ্ধেই কামব্যাক করবেন হার্দিক? একটি রিপোর্ট অনুযায়ী, হার্দিক ফিট হয়ে গেলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে নাও খেলানো হতে পারে। আবার অন্য একটি খবর বলছে, এই ম্যাচেই নামার সম্ভাবনা তাঁর। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হল, হার্দিক প্রথম একাদশে ফিরলে কাকে ডাগআউটে বসতে হবে?
অর্ডার অনুযায়ী দেখলে, ওপেনিং জুটি হিসেবে নামবেন রোহিত শর্মা এবং শুভমান গিলই। ভারতের সাফল্যের পিছনে এই জুটির দুরন্ত পারফরম্য়ান্সের অবদান আছে বইকী! তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তবে হার্দিক ফিরলে শ্রেয়স এবং সূর্যকুমারের মধ্যে কাউকে ছেঁটে ফেলা হতে পারে। কারণ তাঁরা সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে কে এল রাহুল প্রথম একাদশে পাকা।
মুম্বইয়ের উইকেটে দলে ব্যাটারের সংখ্যা বেশি রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বোলিং বিভাগে রবীন্দ্র জাদেজার পাশাপাশি মহম্মদ সিরাজকে বসিয়ে শার্দূল ঠাকুরকে ফেরানো হতে পারে। আরেক স্পিনার কুলদীপ যাদবকেও বাদ দেওয়ার সম্ভাবনা কম। জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিকে বসানোর কোনও ঝুঁকি যে দল নেবে না, তা বলাই বাহুল্য়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.