Advertisement
Advertisement
ICC U19 Mens Cricket World Cup

শচীন-উদয় ফর্মে থাকলেও ফাইনালের আগে ৩ বিষয়ে চিন্তা, একনজরে ভারতের শক্তি-দুর্বলতা

ষষ্ঠ বার খেতাব জিততে পারবে ভারত?

ICC U19 Mens Cricket World Cup: Strength and weakness of India U19 cricket team before the mega final against Australia U19। Sangbad Pratidin

ষষ্ঠবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে মরিয়া ভারত। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 11, 2024 10:43 am
  • Updated:February 11, 2024 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে (ICC U19 Mens Cricket World Cup) বিশ্বের সব থেকে অন্যতম শক্তিশালী দল ভারত। টানা পাঁচটি বিশ্বকাপে ফাইনালে উঠল ভারতের অনূর্ধ্ব ১৯ দল (India U19)। সব থেকে বেশি পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ফাইনালে উঠেছে উদয় সাহারানের দল। ষষ্ঠ বার খেতাব জয়ের সুযোগ রয়েছে হৃষীকেশ কানিতকরের দলের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ( (Australia U19)মেগা ফাইনালের আগে ভারতের শক্তি-দুর্বলতা জেনে নিন।

ভারতীয় দলের শক্তি

Advertisement

শক্তি ১: অন্যতম শক্তি হল অভিজ্ঞতা। একাধিক সদস্যের প্রথম শ্রেণি বা সিনিয়র পর্যায়ে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। সর্বোচ্চ পর্যায় লড়াই করার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস রয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রতি ম্যাচে পারফর্ম করাই এর প্রমাণ।

শক্তি ২: ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম শক্তি ব্যাটিং। প্রতিযোগিতার অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ ভারতের। লোয়ার অর্ডার পর্যন্ত ব্যাট করতে পারার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়ক উদয় ছাড়াও মুশির খান, সচিন ধাস, অর্শিন কুলকার্নিরা ফর্মে রয়েছেন। দলে একাধিক বাঁহাতি এবং ডানহাতি ব্যাটার রয়েছে। ফলে চাপে থাকে প্রতিপক্ষ দল।

[আরও পড়ুন: ‘রনজি ট্রফি তুলে দেওয়া উচিত!’, মনোজের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট]

শক্তি ৩: ভারতীয় দলে অর্শিন এবং মুশিরের মতো দুজন অলরাউন্ডার রয়েছেন। অর্শিন ওপেনার হিসেবে রান করার পাশাপাশি, জোরে বোলিং করতে পারেন। অন্যদিকে মুশির ব্যাট করেন তিন নম্বরে। বাঁহাতি স্পিনার সরফরাজ খানের ভাই। দুজনকেই নিয়মিত বোলার হিসাবে ব্যবহার করছেন অধিনায়ক সাহারান।

অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের দুর্বলতা

দুর্বলতা ১: প্রধান দুর্বলতা ওপেনিং জুটি। প্রথম উইকেটে বড় রানের জুটি গড়তে ব্যর্থ আদর্শ সিং এবং অর্শিন। প্রতি ম্যাচেই দ্রুত আউট হচ্ছেন আদর্শ। তাঁর ফর্ম চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। এর জন্য পাওয়ার প্লের সুবিধা ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না।

দুর্বলতা ২: একাধিক ম্যাচ জিতলেও, এক-দুজন ব্যাটার বা বোলারের কৃতিত্বে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তবে মেগা ফাইনাল জিততে হলে টিম গেমের উপর ভরসা করতেই হবে।

দুর্বলতা ৩: অতিরিক্ত রান দেওয়া বন্ধ করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে ৯টি ওয়াইড বল করেছেন ভারতীয় বোলারেরা। নমন তিওয়ারি একাই করেছেন ৫টি। তার আগে নেপালের বিরুদ্ধে ‘নো’ বা ‘ওয়াইড’ মিলিয়ে ১৩টি বল বেশি করতে হয়েছে ভারতকে। ফাইনাল জিততে হলে এমন ভুল করলে চলবে না।

[আরও পড়ুন: ব্রাত্য পূজারার কাছে কী আবদার করলেন অশ্বিন? জানলে অবাক হবেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement