Advertisement
Advertisement
ভারতীয় ক্রিকেট দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: ব্যাটিং বিপর্যয় ভারতের, বিশ্বজয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ

একা লড়াই করলেন যশস্বী।

ICC U-29 World Cup Final: India falters after slow start
Published by: Subhajit Mandal
  • Posted:February 9, 2020 5:15 pm
  • Updated:February 9, 2020 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ কী হল! যুব বিশ্বকাপের ফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভরিট দল ভারত কিনা পড়ল ব্যাটিং বিপর্যয়ের মুখে। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থ আর পরিকল্পিত বোলিংয়ের সামনে অসহায়ের মতো ধরা দিলেন ভারতীয় যুবরা। একমাত্র যশস্বী জয়সওয়াল এবং তিলক বর্মা ছাড়া আর কেউই সেভাবে দাগ কাটতে পারলেন না। গোটা টুর্নামেন্টের মতো ফাইনালেও চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক প্রিয়ম গর্গ।

[আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের আগে খোশমেজাজে ভারত, ইতিহাস গড়তে চায় বাংলাদেশ]

বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতেই সাহসী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতকে ব্যাটিং করতে পাঠান টাইগারদের অধিনায়ক আকবর আলি। টস হারার পরও বেশ আত্মবিশ্বাসী ছিলেন ভারতের অধিনায়ক প্রিয়ম গর্গ (Priyam Garg)। কিন্তু, বাংলাদেশের পেসাররা আক্রমণাত্মক ভঙ্গিমায় বোলিং শুরু করতেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করতে নেমে রক্ষ্মণাত্মক ভঙ্গিমায় ইনিংস শুরু করে ভারত। প্রথম ৬ ওভারে ওঠে মাত্র ৮ রান। সপ্তম ওভারেই প্রথম উইকেট পড়ে। দিব্যাংশ সাক্সেনা আউট হন মাত্র ২ রান করে। দিব্যাংশ সাক্সেনা আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন যশস্বী (Yashasvi Jaiswal) এবং তিলক বর্মা। দ্বিতীয় উইকেটের জুটিতে ৯৪ রান তোলেন তাঁরা। কিন্তু, তাঁদের ইনিংস ছিল অত্যন্ত ধীরগতির। ভারত ১০০ রানের গণ্ডি পেরোয় ২৭তম ওভারে। তিলক আউট হওয়ার পর ফের ব্যর্থ হন অধিনায়ক প্রিয়ম গর্গ। এদিন তিনি করেন ৭ রান। গোটা টুর্নামেন্ট মিলিয়ে প্রিয়মের সংগ্রহ মাত্র ৬৮ রান।

এরপর যশস্বী যখন একদিকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তখন উলটো দিকে একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে। যশস্বী ৮৮ রানে আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। মাত্র ১৭৭ রানে অল-আউট হয়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা। অভিষেক দাস এবং শরিফুল ইসলাম। বাংলাদেশের এই দুই বোলারই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নকে।অভিষেক একাই নেন ৩ উইকেট। শরিফুল ২টি উইকেট পান এবং একটি অনবদ্য রান আউট করেন। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement