সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই কি ভবিষ্যৎ? আন্তর্জাতিক ক্রিকেটের মৃত্যুঘণ্টা কি বেজে গিয়েছে? আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলির বাড়বাড়ন্তে এই প্রশ্ন যখন ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে, ঠিক তখনই বেগতিক দেখে আসরে নামল আইসিসি (ICC)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপট রুখতে আইসিসি নাকি দু’টি কড়া নিয়ম আনতে চলেছে। এমনটাই খবর একাধিক সংবাদ মাধ্যম সূত্রের।
শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলি যাতে যথেচ্ছ পরিমাণ বিদেশি ক্রিকেটার খেলাতে না পারে, সেজন্য সব ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম একাদশে সর্বোচ্চ ৪ জন করে বিদেশি ক্রিকেটের ব্যবহার করার নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে। আসলে আইপিএলের (IPL) প্রথম একাদশে সর্বোচ্চ চারজনকে খেলানোর নিয়ম থাকলেও অনেক লিগেই সেটা নেই। সদ্য আরব আমিরশাহীতে যে আন্তর্জাতিক টি-২০ লিগের পরিকল্পনা করা হচ্ছে, তাতেই নাকি প্রথম একাদশে ৯ জন করে বিদেশি খেলানো হবে। এর ফলে ক্রিকেটারদের হাতে বিকল্প বেশি থাকবে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রবণতা কমবে বলে মনে করছে আইসিসি। তাই প্রথম একাদশে বিদেশি সংখ্যা বেঁধে দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।
আইসিসির (ICC) দ্বিতীয় নিয়মটিও আইপিএলে চালু আছে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা চাইছে, এবার থেকে কোনও দেশীয় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারকে সই করাতে হলে ক্রিকেটারের পাশাপাশি সেই বোর্ডকেও একটা বড় অঙ্কের টাকা দিক ফ্র্যাঞ্চাইজিগুলি। তাতে আর্থিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলির উপর চাপ বাড়বে, এবং হুটহাট করে বিদেশি ক্রিকেটারদের সই করানোর প্রবণতা কমবে। আইসিসির প্রস্তাবিত নয়া নিয়ম অনুযায়ী, ক্রিকেটারের মোট চুক্তির ১০ শতাংশ টাকা দিতে হবে বোর্ডকে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে এই টাকা আগে থেকেই দিতে হয়।
এখন প্রশ্ন হল, এই দুই নিয়ম আদৌ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোনও প্রভাব ফেলবে কিনা। প্রথমত, আইপিএলে এর কোনও প্রভাব পড়বে না, কারণ কোটি টাকার টুর্নামেন্টে এই নিয়ম চালুই আছে। তবে, অন্যান্য ছোটখাট লিগগুলিতে এর প্রভাব পড়তে পারে। কারণ আইপিএল ছাড়া আর কোনও ক্রিকেট লিগই আর্থিকভাবে তেমন সমৃদ্ধ নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.