Advertisement
Advertisement

Breaking News

Jay Shah

জয় শাহ প্রধান হতেই নিয়মে বড় বদল! চেয়ারম্যান পদ নিয়ে নয়া সুপারিশ ICC-র

ডিসেম্বর মাস থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন জয় শাহ।

ICC to change chairman post rules before Jay Shah takes charge
Published by: Anwesha Adhikary
  • Posted:October 22, 2024 2:57 pm
  • Updated:October 22, 2024 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জয় শাহ(Jay Shah)। তার পরেই বড়সড় বদল আসতে চলেছে আইসিসি শীর্ষপদের নিয়মে। বর্তমান নিয়ম অনুযায়ী, একটানা দুবছর আইসিসির প্রধান পদে থাকতে পারেন একজন। সর্বোচ্চ তিনবার এইভাবে আইসিসি প্রধানের দায়িত্ব নেওয়া যায়। কিন্তু এই নিয়ম বদলের জন্য ইতিমধ্যেই সুপারিশ করেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, একটানা তিন বছর আইসিসি প্রধানের পদে থাকা যাবে।

আগামী ডিসেম্বর মাস থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন জয় শাহ। তার আগেই চেয়ারম্যানের পদ সংক্রান্ত নিয়মে রদবদল করতে সুপারিশ জমা দিল আইসিসি বোর্ড। যদি এই নিয়ম কার্যকর হয় তাহলে টানা তিন বছর আইসিসি চেয়ারম্যান থাকবেন জয় শাহ। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটের নিয়ম অনুযায়ী বিসিসিআইয়ের প্রধানের পদে সর্বোচ্চ ৯ বছর থাকা যায়। তবে প্রথম ছয় বছর কেটে গেলে ৩ বছরের জন্য বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে। উল্লেখ্য, ২০২৫ সেপ্টেম্বর থেকে বিসিসিআইয়ে জয় শাহর কুলিং অফ শুরু হবে। কিন্তু তিনি যেহেতু আইসিসি চেয়ারম্যান হয়েছেন তাই কুলিং অফের নিয়ম সেক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Advertisement

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আর কোনও প্রার্থীই মনোয়ন দেননি। তবে অন্য কোনও মনোনয়ন না থাকলেও চেয়ারম্যান পদে শাহের নামে সমর্থন জানান আইসিসির ১৬টি দেশের মধ্যে ১৫টি সদস্য দেশের প্রতিনিধি। ইতিহাসের কনিষ্ঠতম হিসাবে আইসিসির চেয়ারম্যান পদে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। আগামী ১ ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন তিনি।

তবে আইসিসির সকল সদস্য জয় শাহকে ভোট দিলেও পাকিস্তানের সমর্থন পাননি অমিত শাহের পুত্র। আইসিসি সভায় উপস্থিত এক সূত্রের দাবি, নির্বাচন প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা ছিল কেবল নির্বাক দর্শক হয়ে থাকা। কোনও উচ্চবাচ্য করেননি পাক বোর্ডের প্রতিনিধি। যদিও পাকিস্তানের সমর্থন শাহের প্রয়োজন ছিল না। কারণ অন্যান্য সদস্য দেশগুলো একমত হয়েই চেয়ারম্যান নির্বাচিত করেছে। আইসিসির তরফে ধরে নেওয়া হয়েছে, যেহেতু পাকিস্তানের তরফে কোনও বিরোধিতা হয়নি তাই জয় শাহকে চেয়ারম্যান নির্বাচন করতে তাদের কোনও আপত্তি নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement