সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগের কথা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর গোটা ভারতীয় দলকে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল। আইসিসি র্যাঙ্কিংয়েও কমবেশি ধাক্কা খেতে হয়েছিল অধিকাংশ ভারতীয় তারকাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটা টেস্টে বড় জয়েই বদলে গেল ছবিটা। আইসিসির টেস্ট ক্রমতালিকায় ফের দাপট ভারতীয়দের।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ফের প্রথম স্থানে উঠে এলেন পারথ টেস্টে অধিনায়কত্ব করা জসপ্রীত বুমরাহ। দুধাপ উঠে তৃতীয় স্থান থেকে সোজা শীর্ষস্থানে উঠে এলেন বুমরাহ। পারথ টেস্টের আগে আইসিসির বোলারদের ক্রমতালিকায় শীর্ষ ছিলেন রাবাডা, দ্বিতীয় স্থানে ছিলেন যশ হ্যাজেলউড। পারথে আট উইকেটের সুবাদে বুমরাহ সোজা শীর্ষস্থানে চলে এলেন। এর আগে চলতি ফেব্রুয়ারিতেই প্রথম ভারতীয় পেসার হিসাবে টেস্টে শীর্ষস্থান দখল করেন তিনি। পরে নিউজিল্যান্ড সিরিজের পর সেই সিংহাসন খোয়াতে হয়েছিল বুমরাহকে। ফের তিনি নিজের স্থান পুনরুদ্ধার করলেন। অন্য ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন রয়েছেন চতুর্থ স্থানে।
অন্যদিকে পারথের অনবদ্য সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালও। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথমবার দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। চতুর্থ স্থান থেকে সোজা দ্বিতীয় স্থানে উঠে গেলেন যশস্বী। কেন উইলিয়ামসন নেমে গেলেন তৃতীয় স্থানে। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন জো রুট। অন্য ভারতীয়দের মধ্যে ঋষভ পন্থ রয়েছেন ষষ্ঠ স্থানে।
পারথে অনবদ্য সেঞ্চুরির সুবাদে এক লাফে অনেকটা উঠে এসেছেন বিরাট কোহলিও। নিউজিল্যান্ড সিরিজে খারাপ পারফরম্যান্সের জেরে দীর্ঘদিন বাদে প্রথম কুড়ি থেকে ছিটকে ২২ নম্বরে নেমে গিয়েছিলেন বিরাট। পারথে সেঞ্চুরি করে একধাক্কায় ৯ ধাপ উপরে উঠে ১৩ নম্বরে জায়গা পেলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.