সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার খারাপ ফর্মের জের। ICC Test Ranking-এ আরও পিছিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট ক্রমতালিকায় বিরাটকে টপকে গেলেন তাঁর সতীর্থ রোহিত শর্মাও। বর্তমান প্রজন্মের ‘ফ্যাব ফোরে’র বাকি তিন সদস্য যেখানে টেস্ট ক্রমতালিকার প্রথম তিনটি স্থান ধরে রেখেছেন, সেখানে বিরাট নেমে এসেছেন ষষ্ট স্থানে।
Other changes in the @MRFWorldwide ICC Men’s Test Player Rankings for the week:
Advertisement
Rohit Sharma overtakes Virat Kohli
James Anderson enters top five
Details
https://t.co/woGyneJVGk pic.twitter.com/9mFl314BS8
— ICC (@ICC) September 1, 2021
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই ভাল ফর্মে নেই বিরাট কোহলি। বিগত কয়েকটি সিরিজেই বিরাটের ব্যাটে রান আসছে না। অন্যদিকে, রোহিত শর্মা (Rohit Sharma) নিয়মিত রানের মধ্যে আছেন। যার জেরে তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে। কেরিয়ারে এই প্রথমবার রোহিত প্রথম পাঁচে জায়গা করে নিলেন। আগে বিরাট ছিলেন পঞ্চম স্থানে। তাঁকে সরিয়েই সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন রোহিত। তাঁর সংগ্রহ ৭৭৩ রেটিং পয়েন্ট। বিরাটের সংগ্রহ ৭৬৬ রেটিং পয়েন্ট।
আসলে, বেশ কিছুদিন ধরেই সময়টা ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক বিরাট কোহলির। সদ্যই হেডিংলি টেস্টে লজ্জাজনকভাবে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রশ্ন উঠছে বিরাটের নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে। সর্বোপরি, ব্যাট হাতে এই মুহূর্তে নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। শেষ ৫২টি টেস্ট ইনিংসে একটিও শতরান করতে পারেননি বিরাট।
এদিকে, প্রায় ৬ বছর পর আইসিসি (ICC) টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root)। তাঁর রেটিং পয়েন্ট ৯১৬। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন ইউলিয়ামসনকে সরিয়ে এক নম্বরে উঠেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৯০১। তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৮। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার লাবুশেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.