Advertisement
Advertisement
ICC Test Rankings

আইসিসি টেস্ট ক্রমতালিকার প্রথম দশে রোহিত, নজরকাড়া উত্থান যশস্বীর

বোলারদের ক্রমতালিকায় এখনও শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

ICC Test Rankings: Rohit Sharma jumps to top 10, Jaiswal raises 11 spot | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 27, 2023 9:52 am
  • Updated:July 27, 2023 9:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে আইসিসি (ICC) ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নের সঙ্গে যুগ্মভাবে নবম স্থানে রয়েছেন তিনি। একমাত্র ভারতীয় হিসাবে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন রোহিত (Rohit Sharma)।

ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রায় ৭ মাস ক্রিকেটের বাইরে থাকা ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি আপাতত টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় রয়েছেন ১২তম স্থানে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় এক ধাপ নিচে নেমে গিয়েছেন পন্থ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেও ক্রমতালিকায় উন্নতি হয়নি বিরাট কোহলির (Virat Kohli)। তিনি রয়ে গিয়েছেন ১৪তম স্থানেই।

Advertisement

[আরও পড়ুন: অসমে লাভ জেহাদের নিশানায় বাঙালি তরুণীরা! গোলাঘাট হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি]

তবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দীর্ঘ লাফ দিয়েছেন তরুণ যশস্বী জয়সওয়াল। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেই তিনি উঠে এসেছিলেন ৭৪ নম্বরে। দ্বিতীয় টেস্টের পর আরও ১১ ধাপ উন্নতি হল তরুণ ভারতীয় ওপেনারের। আপাতত ৬৩ নম্বরে রয়েছেন ভারতীয় ওপেনার। ২১ বছরের ব্যাটারের ঝুলিতে রয়েছে ৪৬৬ পয়েন্ট। অন্যান্য ভারতীয়দের মধ্যে শুভমন গিল রয়েছেন ৫১ নম্বর স্থানে। ব্যাটারদের তালিকায় শীর্ষে এখনও কেন উইলিয়ামসন।

[আরও পড়ুন: অসমের হত্যাকাণ্ডে অসহায় পরিবার, ত্রাতা হয়ে দাঁড়ালেন বিজেপি বিধায়ক]

এদিকে বোলারদের ক্রমতালিকায় এখনও শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin)। ভারতীয়দের মধ্যে একধাপ উপরে উঠে রবীন্দ্র জাদেজা রয়েছেন ষষ্ঠ স্থানে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জশপ্রীত বুমরাহ এখনও রয়েছেন দ্বাদশ স্থানে। অলরাউন্ডারদের তালিকায় এখনও শীর্ষে জাদেজা। আর অশ্বিন দুই নম্বরে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement