Advertisement
Advertisement
Ravindra Jadeja ICC Test rankings

ফের টেস্টে বিশ্বের সেরা অল-রাউন্ডারের শিরোপা পেলেন জাদেজা, স্বীকৃতি ICC’র

আর কোন কোন ভারতীয় জায়গা পেলেন ICC ক্রমতালিকায়?

ICC Test rankings: Ravindra Jadeja becomes top-ranked all-rounder
Published by: Subhajit Mandal
  • Posted:June 23, 2021 5:00 pm
  • Updated:June 23, 2021 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে ৩ বছর বাদে ফের ICC টেস্ট ক্রমতালিকার শীর্ষে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডারকে সরিয়ে টেস্ট Ranking-এ ফের শীর্ষস্থান দখল করলেন ভারতীয় ক্রিকেটের ‘স্যার’। ২০১৭ সালের আগস্ট মাসের পর এই প্রথমবার টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠলেন তিনি।

ব্যাটিং, বোলিং হোক বা ফিল্ডিং। এই মুহূর্তে সব দিক থেকেই বিশ্বের অন্যতম সেরাদের মধ্যে পড়েন জাদেজা। একটা সময় টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে সমস্যায় পড়লেও গত দু-আড়াই বছরে ব্যাট হাতেও অভাবনীয় পারফরম্যান্স করেছেন তিনি। যারই ফলশ্রুতিতে টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা অল-রাউন্ডারের শিরোপা পেলেন রবীন্দ্র জাদেজা। এই মুহূর্তে তাঁর রেটিং পয়েন্ট ৩৮৬। এর আগে আইসিসি টেস্ট তালিকায় শীর্ষে ছিলেন হোল্ডার। তবে, সর্বশেষ তালিকায় ২৮ রেটিং পয়েন্ট খুইয়ে তিনি এখন রয়েছেন ৩৮৪ পয়েন্টে। অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর রেটিং পয়েন্ট ৩৫৩। 

[আরও পড়ুন: WTC Final: বর্ণবিদ্বেষের শিকার কিউয়ি ক্রিকেটাররা, মাঠ থেকে বের করে দেওয়া হল ২ সমর্থককে]

অন্যদিকে, ব্যাটসম্যানদের Ranking-এ এখনও আইসিসির প্রথম দশে রয়েছেন তিনজন ভারতীয়। অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। ঋষভ পন্থ রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৭। একই সংখ্যক রেটিং পয়েন্ট নিয়ে রোহিত শর্মা (Rohit Shamra) রয়েছেন সপ্তম স্থানে। ব্যাটসম্যানদের তালিকায় আপাতত শীর্ষে স্টিভ স্মিথ (Steve Smith)। তাঁর সংগ্রহ ৮৮৬ রেটিং পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন কেন উইলিয়ামসন এবং লাবুশেন। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশ থেকে বাদ পড়েছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর জায়গায় এসেছেন কুইন্টন ডি’কক। বোলারদের তালিকাতও শীর্ষে এক অজি তারকা। তিনি প্যাট কামিন্স। প্রথম দশের একমাত্র ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement