ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাস দু’য়েক। শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আইসিসির (ICC) নির্বাচিত ভেন্যুগুলিতে। ইডেন গার্ডেন্সে সেই প্রস্তুতির কাজ কতটা এগোল, খতিয়ে দেখতে শহরে আসছে আইসিসির প্রতিনিধিদল। জানা গিয়েছে, ৫ অগস্ট তাঁরা আসবেন কলকাতায়।
বিশ্বকাপের আগে প্রতিটি ভেন্যুর প্রস্তুতি খতিয়ে দেখা আইসিসির প্রোটোকলের মধ্যেই পড়ে। সেই প্রটোকল অনুযায়ী ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছে আইসিসির দল। ইতিমধ্যেই ধর্মশালার মাঠের পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন তাঁরা। আইপিএল (IPL) চেয়ারম্যান অরুণ ধুমল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। তাঁর রক্ষণাবেক্ষণে ধর্মশালার মাঠ বিশ্বকাপের জন্য প্রস্তুত বলে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন আইসিসি। এবার পরীক্ষা কলকাতার।
সূত্রের খবর, শনিবার ইডেনে আসবেন আইসিসির প্রতিনিধিরা। সঙ্গে থাকবেন বোর্ডের এক শীর্ষকর্তাও। তাঁদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন সিএবি কর্তারাও। ইডেনে এসে মাঠ, ড্রেসিং রুম-সহ স্টেডিয়ামের অন্য সব ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন আইসিসির প্রতিনিধিরা। যদিও আইসিসির ‘ফিট’ সার্টিফিকেট পাওয়া নিয়ে ইডেনের বিশেষ সংশয় নেই। সদ্যই আইপিএলে সেরা ভেন্যুর পুরস্কার পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। বিশ্বকাপেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান সিএবি (CAB) কর্তারা।
বিশ্বকাপে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ পেয়েছে ইডেন (Eden Gardens)। এর মধ্যে রয়েছে একটি সেমিফাইনাল। সেটি আবার হতে পারে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আবার গ্রুপ পর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে। রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচও। অর্থাৎ বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ইডেন। স্বাভাবিকভাবেই ইডেনের দিকে বাড়তি নজর রয়েছে আইসিসির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.