সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত ২০২২-এর আইসিসির সেরা টি-টোয়েন্টি দল। বছরভর দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে এই দলে জায়গা করে নিলেন তিন ভারতীয় ক্রিকেটার। যদিও আইসিসির নজর কাড়তে ব্যর্থ টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ।
গত বছরই ছিল টি-২০ বিশ্বকাপ। ট্রফি জয়ের দৌড়ে ভারত ব্যর্থ হলেও দুর্দান্ত পারফর্ম করেন বিরাট কোহলি। দীর্ঘদিনের রানের খরা কাটিয়ে পাঁচ ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৭৬ রান ঝুলিতে ভরেন তিনি। পাশাপাশি এশিয়া কাপে টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরিও হাঁকান তিনি। আর সেই সৌজন্যেই আইসিসির ঘোষিত বর্ষসেরা দলে রাখা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। গত বছরই আবার টি-টোয়েন্টিতে নতুন সূর্যোদয় হয়েছে ভারতীয় শিবিরে। ছোট ফরম্যাটে নজরকাড়া পারফরম্যান্স সূর্যকুমার যাদবের। গত বছর টি-টোয়েন্টিতে ১১৬৪ রান করেন তিনি। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। জোড়া শতরান ও ন’টি হাফ সেঞ্চুরির মালিক দ্বিধাহীনভাবে সেরা ব্যাটারের তকমা পান। তাই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনিও।
প্রত্যাশিতভাবেই আরও এক ভারতীয় রয়েছেন এই তালিকায়। তিনি হার্দিক পাণ্ডিয়া। আইপিএলে প্রথমবার নেতৃত্বের দায়িত্ব নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। শুধু তাই নয়, জাতীয় দলের অধিনায়ক হিসেবেও তিনি সফল। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে-বলেও দারুণ ছন্দে ধরা দিয়েছেন তিনি। গত বছর টি-টোয়েন্টিতে ৬০৭ রান ও ২০ উইকেট হার্দিকের। তাই অলরাউন্ডারের তালিকায় রাখা হয়েছে তাঁকে।
বিরাট, সূর্যকুমার ও হার্দিক বর্ষসেরা একাদশে থাকলেও কোনও ভারতীয় বোলার এই তালিকায় ঠাঁই পাননি। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা থেকে চাহাল, সিরাজ- কেউই নেই। এখানে দুই ওপেনার হিসেবে রয়েছেন টি-২০ বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক জোস বাটলার ও পাক তারকা মহম্মদ রিজওয়ান। প্রথম একাদশে জায়গা করে নিয়ে চমকে দিয়েছেন আয়ারল্যান্ডের পেসার জোস লিটল।
Virat Kohli is capable enough to be named in ICC T20I team of the year but not in Indian Cricket team, lol
The joke is on the BCCI and the so called selectors who think Virat is a liability in the T20I team. #ViratKohli #ICCAwards pic.twitter.com/6Mb6lIGQbN
— Avinash (@imavinashvk) January 23, 2023
একনজরে দেখে নিন ঘোষিত বর্ষসেরা একাদশ:
জোস বাটলার (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস্, সিকান্দার রাজা, হার্দিক পাণ্ডিয়া, স্যাম কুরান, ওয়ারিন্দু হাসারাঙ্গা, হরিশ রউফ, জোস লিটল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.