সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতিটা তেমন ভাল হয়নি। মেগা টুর্নামেন্টের (T20 World Cup) আগে সর্বশেষ সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনকভাবে সিরিজ হারতে হয়েছে। তাঁর আগে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধেও কপালে জুটেছে হার। সেসব ব্যর্থতা ভুলে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোটাই আসল লক্ষ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team)। তবে, লড়াইটা খুব একটা সহজ হবে না অজিদের জন্য। কারণ দলের অধিকাংশ তারকাই তেমন ফর্মে নেই। তার উপরে দলে তারুণ্যের অভাব ভোগাতে পারে অজিদের।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (David Werner), স্টিভ স্মিথ, অ্যাস্টন আগার, ডান ক্রিশ্চিয়ান, ডানিয়েল সামস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টয়নিস, মিচেল মার্শ, নাথান এলিস, যশ ইংলিশ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, প্যাট কামিন্স
কোচ: জাস্টিন ল্যাঙ্গার
সেরা পারফরম্যান্স: ২০১০ রানার্স আপ
প্রত্যাশা: ফিঞ্চ, ওয়ার্নার, স্মিথ (Steve Smith)। খাতায় কলমে টুর্নামেন্টের অন্যতম সেরা টপ-অর্ডার রয়েছে অজিদের হাতে। কিন্তু মুশকিল হল এদের মধ্যে ওয়ার্নার একেবারেই ফর্মে নেই। স্লো পিচে ফিঞ্চের রেকর্ডও তেমন ভাল নয়। মিডল অর্ডারে ওয়েড রান পাচ্ছেন। ভাল ফর্মে ম্যাক্সওয়েলও (Glen Maxwell)। এছাড়া বিশ্বকাপে অজিদের অন্যতম ভরসার জায়গা অল-রাউন্ডার এবং পেসাররা। খাতায় কলমে অস্ট্রেলিয়ার পেস-ব্যাটারি অন্যতম সেরা। স্টার্ক, রিচার্ডসন, হ্যাজেলউড, প্যাট কামিন্সরা সামলাবেন পেস বিভাগের দায়িত্ব। সঙ্গে রয়েছেন অল-রাউন্ডার হেনরিকস, মিচেল মার্শরা। তবে বিশ্বকাপে অজিদের সবচেয়ে বড় দুর্বলতা স্পিন বিভাগ। জাম্পা (Adam Zampa) ছাড়া সেভাবে ভাল মানের স্পিনার কেউ নেই। আমিরশাহীর পিচে যা বড়সড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়ার জন্য।
তাছাড়া, দলের আরও একটি বড় সমস্যা হল অধিকাংশ ক্রিকেটারই তিরিশোর্ধ্ব। গতিশীল টি-২০ ক্রিকেটে বয়সটা ফ্যাক্টর হতে পারে।বিশেষ করে ফিল্ডিংয়ে সমস্যা হতে পারে। কিন্তু এসব সত্ত্বেও অস্ট্রেলিয়া দলকে হালকাভাবে নিলে প্রতিপক্ষকেই ভুগতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.