Advertisement
Advertisement
ICC T20 World Cup 2024

‘ও কীসের কিং? ম্যাচই তো জেতাতে পারে না’, বাবর আজমকে একহাত প্রাক্তন পাক তারকার

পাক দলেরও ক্ষতি করছেন বাবর আজম, অভিযোগ প্রাক্তন পাক তারকার।

ICC T20 World Cup 2024: Former Pakistan Cricketer Ahmed Sehzad slams captain Babar Azam

তোপের মুখে বাবর আজম।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 11, 2024 3:02 pm
  • Updated:June 11, 2024 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) একহাত নিলেন আহমেদ শেহজাদ। বলে দিলেন, যে ম্যাচ জেতাতেই পারে না, সে আবার কীসের কিং?
বিশ্বকাপে দুটো ম্যাচই হেরে বসেছে পাকিস্তান। দল হারার পরই প্রাক্তনদের তোপ উড়ে এসেছে বাবর আজমের দিকে।
পাক অধিনায়কের বিরুদ্ধে আরও বড় অভিযোগ এনেছেন শেহজাদ। বাবর আজম তাঁর পছন্দের ক্রিকেটার খেলিয়ে আসলে দলটার ক্ষতি করছেন বলে উল্লেখ করেছেন আহমেদ শেহজাদ। তিনি বলেছেন, ”বি, সি, ডি দলের বিরুদ্ধে রান করে মানুষকে সম্মোহীত করে রেখেছ তুমি। তোমাদের খেলার উন্নতির জন্য স্যালারি বাড়িয়েছে পিসিবি। কিন্তু সেই অর্থ তুমি সোশাল মিডিয়ায় ইমেজ বিল্ডিংয়ের জন্য ব্যবহার করেছো।” 

[আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটকে ‘নষ্ট’ করছে কারা? বিশ্বকাপের পরেই ফাঁস করবেন আফ্রিদি]

রবিবারের মহারণে ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ১১৯ রান। সেই রানও তুলতে পারেনি পাকিস্তান। বড় ম্যাচে বাবর আজম রান করতে পারেন না বলে অভিযোগ করেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, ”বড় টুর্নামেন্টে তোমার রান, পরিসংখ্যান, গড়, স্ট্রাইক রেট দেখো। তুমি কেমন ধরনের রাজা, বাবর আজম? এই রাজাকে নিয়ে কী করব, যে ম্যাচ জেতাতেই পারে না?”
আহমেদ শেহজাদ আরও বলেন, ”তুমি তোমার বন্ধুদের দলে নিয়েছ এবং ৪০টি ম্যাচ ওদের হাতে রয়েছে নিজেদের প্রমাণ করার জন্য। তুমি বরং চল্লিশ বছর বয়সি ইমরান নাজিরকে ৪০টি ম্যাচ দাও, এই বয়সেও ও তোমায় পারফরম্যান্স দেবে।” ঘরোয়া লিগে যাঁরা পারফর্ম করছে, তাঁরা সুযোগ না পেয়ে দেশ ছাড়ছে। সংযুক্ত আরব আমিরশাহি, মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সামনে কাতার, সুনীল পরবর্তী অধ্যায়ে আজ অগ্নিপরীক্ষা স্টিমাচের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement