সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) আসর বসবে। সেই টুর্নামেন্টের নতুন প্রোমো বানানো হয়েছে ঋষভ পন্থকে নিয়ে। ২০২০-২০২১ সালে অস্ট্রেলিয়া সফরের পরে সেদেশে পন্থের জনপ্রিয়তা খুবই বেড়ে গিয়েছে। সেই কথা মাথায় রেখেই নতুন প্রোমোয় ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে দেখা গিয়েছে।
আইসিসির (ICC) তৈরি করা প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, সিডনির বিখ্যাত সিডনি হারবারের জল থেকে উঠে আসছেন পন্থ (Rishabh Pant)। তবে সাধারণ মানুষ হিসাবে নয়। ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে বিশালকায় এক মানুষ হিসাবে। তাঁকে দেখে থমকে যাচ্ছেন নৌকায় থাকা সাধারণ মানুষ। এমনকী, বিমানের জানলা থেকেই উঁকি মেরে জলের দিকে তাকিয়ে ঋষভকে দেখছেন যাত্রীরা। তারপর অস্ট্রেলিয়ার রাস্তায় ব্যাট হাতে নিয়ে ঘুরে দেখছেন পন্থ।
এই দৃশ্য দেখার পরেই ভিডিওতে (T-20 World Cup Promo) আসছে ক্রিকেট মাঠের অতি পরিচিত দৃশ্য- ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে বল পাঠিয়ে দিচ্ছেন ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের নানা দলের সাফল্যের সেলিব্রেশনের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটি আইসিসির টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, “ওয়েলকাম টু দ্য বিগ টাইম, ঋষভ পন্থ।”
Welcome to The Big Time, Rishabh Pant 🚁 🚁#T20WorldCup pic.twitter.com/ZUSK63ssFZ
— T20 World Cup (@T20WorldCup) July 10, 2022
বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন ঋষভ। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিলেন ঋষভ। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্টেও সহ-অধিনায়ক ছিলেন তিনি। সেই টেস্টে প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ফারুখ ইঞ্জিনিয়ারের রেকর্ড ভেঙেছেন তিনি। ইংল্যন্ডের পেস অ্যাটাকের সামনে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় ব্যাটিং। মাত্র ৮৯ বলে শতরান করে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ভারতকে। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসাবেও আলোচনায় উঠে আসে তাঁর নাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.