Advertisement
Advertisement
Rishabh Pant

‘বড় মঞ্চে স্বাগত’, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রোমোতে ‘বিশালকায়’ পন্থ

অক্টোবর মাসে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ICC shares T-20 World Cup promo starring Rishabh Pant | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 10, 2022 6:36 pm
  • Updated:July 10, 2022 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) আসর বসবে। সেই টুর্নামেন্টের নতুন প্রোমো বানানো হয়েছে ঋষভ পন্থকে নিয়ে। ২০২০-২০২১ সালে অস্ট্রেলিয়া সফরের পরে সেদেশে পন্থের জনপ্রিয়তা খুবই বেড়ে গিয়েছে। সেই কথা মাথায় রেখেই নতুন প্রোমোয় ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে দেখা গিয়েছে।

আইসিসির (ICC) তৈরি করা প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, সিডনির বিখ্যাত সিডনি হারবারের জল থেকে উঠে আসছেন পন্থ (Rishabh Pant)। তবে সাধারণ মানুষ হিসাবে নয়। ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে বিশালকায় এক মানুষ হিসাবে। তাঁকে দেখে থমকে যাচ্ছেন নৌকায় থাকা সাধারণ মানুষ। এমনকী, বিমানের জানলা থেকেই উঁকি মেরে জলের দিকে তাকিয়ে ঋষভকে দেখছেন যাত্রীরা। তারপর অস্ট্রেলিয়ার রাস্তায় ব্যাট হাতে নিয়ে ঘুরে দেখছেন পন্থ। 

Advertisement

[আরও পড়ুন: আগস্টে ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ! অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা শুরু বিসিসিআইয়ের]

এই দৃশ্য দেখার পরেই ভিডিওতে (T-20 World Cup Promo) আসছে ক্রিকেট মাঠের অতি পরিচিত দৃশ্য- ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে বল পাঠিয়ে দিচ্ছেন ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের নানা দলের সাফল্যের সেলিব্রেশনের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটি আইসিসির টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, “ওয়েলকাম টু দ্য বিগ টাইম, ঋষভ পন্থ।”

বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন ঋষভ। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিলেন ঋষভ। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্টেও সহ-অধিনায়ক ছিলেন তিনি। সেই টেস্টে প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ফারুখ ইঞ্জিনিয়ারের রেকর্ড ভেঙেছেন তিনি। ইংল্যন্ডের পেস অ্যাটাকের সামনে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় ব্যাটিং। মাত্র ৮৯ বলে শতরান করে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ভারতকে। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসাবেও আলোচনায় উঠে আসে তাঁর নাম। 

[আরও পড়ুন: ইংল্যান্ডকে চুনকাম করার লক্ষ্যে ভারত, পন্টিংয়ের ১৯ বছরের পুরনো রেকর্ডের সামনে রোহিত]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement