সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) টানা দ্বিতীয়বার খেলতে নামবে ভারত। বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচের আগে অবশ্য চোখ রাঙাচ্ছে বৃষ্টি। প্রকৃতির খামখেয়ালিপনায় কি আবারও ট্রফি ছাড়াই ফিরে আসতে হবে ভারতকে (Indian Cricket Team)? নাকি আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী কিছুটা স্বস্তিতে থাকবে রোহিত ব্রিগেড? দু’বছর ধরে চলা চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচের আগে একঝলকে দেখা নেওয়া যাক এই মহাম্যাচের নিয়মকানুন।
২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাবা বসিয়েছিল বৃষ্টি। চলতি বছরেও একই ঘটনার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কাজে লাগবে আইসিসির রিজার্ভ ডে’র নিয়ম। একটা গোটা দিন ভেস্তে গেলেও খেলা গড়াবে রিজার্ভ ডে পর্যন্ত। রিজার্ভ ডে’তে সর্বোচ্চ ৮৩ ওভার বা ৩৩০ মিনিট খেলা যাবে। রিজার্ভ ডে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত ম্যাচ রেফারি নেবেন এক্কেবারে ম্যাচের পঞ্চম দিনের শেষ ১ ঘন্টায়। প্রসঙ্গত, এই নিয়ম কার্যকর হয়েছিল ২০২১ সালেও।
এছাড়াও একগুচ্ছ নতুন নিয়ম চালু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। পেসারদের সামনে ব্যাটিংয়ের সময় হেলমেট ছাড়া খেলতে পারবে না ব্যাটাররা। উইকেটের সামনে ব্যাটারের খুব কাছে কোনও ফিল্ডার দাঁড়ালেও একই নিয়ম লাগু থাকবে। এর পাশাপাশি খানিক পরিবর্তন আনা হয়েছে ফ্রি হিটের নিয়মেও। এতদিন ফ্রি হিটের ডেলিভারিতে বোল্ড হওয়ার পর যদি ব্যাটার দৌড়ে রান নিতেন, তাহলে তা অতিরিক্ত রান হিসাবে যোগ হত। এখন থেকে এই রান ব্যাটারকেই দেওয়া হবে। বাতিল করা হয়েছে অনফিল্ড আম্পায়ারের দেওয়া সফট সিগনালও।
তবে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে? একাধিক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে, তার হাতেই ট্রফি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া (Australia)। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নিয়ম কার্যকরী নয়। একান্তই খেলা সম্ভব না হলে ট্রফি ভাগ করে নেবে ভারত ও অস্ট্রেলিয়া। অন্যদিকে, পাঁচদিন খেলার পরেও যদি ম্যাচের ফয়সালা না হয়, তাহলেও যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে দুই দলকে। ম্যাচ টাই হলে সুপার ওভার বা দুই দলের ব্যাটারদের মারা চার-ছক্কার হিসাবও দেখা হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.