Advertisement
Advertisement

Breaking News

Subhman Gill

বিশ্বক্রিকেটে বাবরের সিংহাসন দখলের পথে শুভমান! সামান্য পিছিয়ে রোহিত-বিরাট

সাড়ে চার বছর পর আইসিসি ক্রমতালিকায় বিরল কীর্তি ভারতের।

ICC Ranking: Subhman Gill climbs to second spot | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 14, 2023 12:10 pm
  • Updated:September 14, 2023 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল (Subhman Gill)। বাবর আজমের সিংহাসন দখল করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের রাজকুমার। আইসিসি ক্রমতালিকায় দুনম্বরে উঠে এলেন গিল। আইসিসি (ICC) প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন ৩ জন ভারতীয়।

চলতি এশিয়া কাপে গিলের ব্যাট থেকে বড় ইনিংস আসেনি। তবে তিনি যে একেবারে ফর্মে নেই, সেটা বলা যাবে না। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে জুটি বেঁধে প্রতি ম্যাচেই শুরুটা ভাল করেছেন। নেপালের বিরুদ্ধে একটি অর্ধশতরান রয়েছে তাঁর। সেটাই আইসিসি ক্রমতালিকায় তাঁকে দ্বিতীয় স্থানে তুলে দিল। গিলের উপরে এখন শুধু বাবর। দীর্ঘদিন ধরে আইসিসির ক্রমতালিকায় সিংহাসন দখল করে রেখেছেন পাক অধিনায়ক। গিল কি পারবেন তাঁকে সিংহাসনচ্যুত করতে?

Advertisement

[আরও পড়ুন: ইন্ডিয়া জোটের প্রথম জনসভা ভোপালে, সমন্বয় কমিটির বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা]

পার্থক্যটা অবশ্য এখনও অনেক। গিল দ্বিতীয় স্থানে উঠে এলেও বাবরের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের পার্থক্য অনেকটা। বাবর যেখানে রয়েছেন ৮৬৩ রেটিং পয়েন্টে সেখানে গিলের রেটিং পয়েন্ট ৭৫৯। অর্থাৎ বাবরকে টপকে যেতে হলে আরও অনেকটা পথ এগোতে হবে গিলকে।

[আরও পড়ুন: ‘বিজেপির প্রতিহিংসার শিকার’, অভিষেকের পাশে দাঁড়িয়ে বিবৃতি INDIA জোটের সমন্বয় কমিটির]

এদিকে গিল ছাড়াও আরও দুই ভারতীয় উঠে এসেছেন প্রথম দশে। একজন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি উঠে এসেছেন অষ্টম স্থানে। আরেকজন অধিনায়ক রোহিত শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে রোহিত রয়েহেন নবম স্থানে। সাড়ে চার বছর পর আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে তিন ভারতীয় উঠে এলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement