Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ভারতের বিরুদ্ধে মেগা ফাইনালকে বদলার ম্যাচ হিসাবেই দেখছেন স্মিথ? উসকে দিলেন জল্পনা

ভারতকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া।

ICC ODI World Cup 2023: Steve Smith keeps mum about Australia's plans to beat 'dominant' India in World Cup final। Sangbad Pratidin

ফাইনালে ভারতকে হারাতে মরিয়া স্টিভ স্মিথ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 17, 2023 12:05 am
  • Updated:November 17, 2023 11:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার বিশ্বকাপের ফাইনালে (ICC ODI World Cup 2023 Final) অস্ট্রেলিয়া (Australia)। এই নিয়ে অষ্ঠমবার ফাইনালের টিকিট হাতে পেল পাঁচবারের বিশ্বজয়ী দল। ২১২ চেজ করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন উইকেটে এসেছে কষ্টার্জিত জয়। তবে সেমিফাইনালের জয় ভুলে এখন থেকেই টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে মেগা ফাইনাল নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। সেটা ইডেন গার্ডেন্সে দাঁড়িয়েই জানিয়ে দিলেন স্টিভ স্মিথ (Steve Smith)।

ম্যাচের শেষে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের তরফে স্টিভ স্মিথকে ধরা হয়। সেখানে এবারের কাপযুদ্ধের ফাইনালের প্রসঙ্গ আসতেই প্রাক্তন অজি অধিনায়ক বলে ওঠেন, “খুব ভালো প্রশ্ন করেছেন। ভারতীয় দল দারুণ ক্রিকেট খেলছে। দারুণ ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি। এবার আমাদের প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকদের সামনে খেলতে হবে। ভাবলেই দারুণ অনুভূতি হচ্ছে। এমন একটা ম্যাচ খেলার জন্য এবং বিশ্বকাপ জেতার জন্য আমরা মুখিয়ে আছি।”

Advertisement

[আরও পড়ুন: ৭৫৪৬ দিন পর আবার কাপযুদ্ধের মেগা ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মহারণ, এবার কে জিতবে?]

এবারের বিশ্বকাপ অভিযান অজিদের হারিয়েই শুরু করেছিল ভারত। ৮ অক্টোবর চেন্নাইয়ের বাইশ গজে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের জাদুতে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পরে রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারালেও, বিরাট ৮৫ ও কেএল রাহুল ৯৭ রানে অপরাজিত থেকে দলকে এনে দিয়েছিলেন প্রথম জয়। এর পর থেকে ১০-এ ১০ করে ফাইনালের টিকিট কনফার্ম করেছে। অন্যদিকে বিশ্বকাপের শুরুতেই নিজেদের প্রথম দুই ম্যাচ পরপর হেরে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হেরে যায়। সেই দু’টি হারের পর যখন সকলে ধরেই নিয়েছিল, এই বিশ্বকাপে অজিরা খারাপভাবে লিগ পর্ব থেকেই ছিটকে যাবে, ঠিক তখন তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে হারিয়ে ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেডরা জয়ে ফেরে। এমনকি লিগ পর্বে পরপর সাত ম্যাচ জেতার পর এবার রুদ্ধশ্বাস সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালের চলে গেল পাঁচবারের বিশ্বজয়ী দল।

আর নিশ্চিতভাবে তাই এবার ফাইনালে ভারতকে হারিয়ে বদলা নিতে মরিয়া প্যাট কামিন্স ও তাঁর সতীর্থরা।

[আরও পড়ুন: বাগে পেয়েও অজিদের হারানো গেল না, কেন সেমি যুদ্ধে পরাস্ত হতে হল দক্ষিণ আফ্রিকাকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement