শুভমানকে পেপটক দিলেন যুবরাজ সিং।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমজনের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। যদিও ক্যানসারের খবরটা অজ্ঞাত ছিল গোটা বিশ্বের কাছে। আর একজন সদ্য ডেঙ্গুকে হার মানিয়েছেন। স্বপ্ন দেখছেন পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নেমে যাওয়ার। প্রথম জন এক ও অদ্বিতীয় যুবরাজ সিং (Yuvraj Singh)। আর দ্বিতীয় ব্যক্তি হলেন তাঁর শিষ্য শুভমান গিল (Shubman Gill)। আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে ‘মাদার অফ অল ব্যাটল’। শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)-হ্যারিস রউফদের (Haris Rauf) বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার কি নামতে পারবেন? আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) নেটে গত দু’দিন ধরে ব্যাটিং মহড়া শুরু করে দিয়েছেন শুভমান। তবে বাবর আজমের (Babar Azam) দলের বিরুদ্ধে মেগা ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন রোহিত শর্মা (Rohit Sharma)-রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আর এমন প্রেক্ষাপটে শুভমানকে উদবুদ্ধ করলেন যুবরাজ।
২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ও ম্যান অফ দ্য সিরিজ যুবরাজ বলেন, “ডেঙ্গুতে ভেঙে পড়ার কিছুই নেই। ইদানিং অনেকেই এই রোগে ভুগছেন। তাছাড়া শুভমান শারীরিক ও মানসিক ভাবে খুবই শক্তিশালী। আমার তো মনে হয় ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এবং শুভমানের খেলা উচিত। চলতি বছর ও দারুণ ফর্মে আছে। বিশ্বকাপে সেরা পারফর্মার হওয়ার অন্যতম তারকা হতে পারে। আর এমন একটা ম্যাচ কোনও ক্রিকেটার হাতছাড়া করতে চায় না। তাহলে শুভমান ফিট থাকলে কেন বাইরে বসে থাকবে।”
এর পরেই নিজের উদাহরণ টেনে আনলেন যুবি। প্রাক্তন তারকা বাঁহাতি অলরাউন্ডার ফের বলেন, “শুভমানকে আমি সাহস জুগিয়েছি। ওকে আমি আমার নিজের জীবনের কাহিনি শুনিয়েছি। ২০১১ বিশ্বকাপে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করলেও বিশ্বকাপে খেলতে নেমেছিলাম। কারণ এত বড় দেশে সবাই কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ পায় না। এমন ম্যাচ প্রতিদিন হয় না। তাই আমি চাই শুভমান এত বড় মঞ্চে খেলাটা উপভোগ করুক। ভালো খেলুক ও সাফল্য পাক।”
ডেঙ্গুতে আক্রান্ত হওয়া বাদ দিলে, চলতি বছরটা শুভমানের দারুণ কাটছে। ভারতের তরুণ ওপেনার ইতিমধ্যেই চলতি বছর ২০টি একদিনের ম্যাচে ১২৩০ রান করে ফেলেছেন। গড় ৭২.৩৫। স্ট্রাইক রেট ১০৫.০৩। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধ শতরান। এদিকে এখনও পর্যন্ত সামগ্রিক ভাবে একদিনের কেরিয়ারে ৩৫টি ম্যাচে তাঁর রান ১৯১৭। গড় ৬৬.১০। স্ট্রাইক রেট ১০২.৮৪। সঙ্গে রয়েছে ৬টি শতরান ও ৯টি অর্ধ শতরান। সর্বাধিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। এহেন শুভমানের উপর কাপ যুদ্ধে টিম ম্যানেজমেন্ট ভরসা করে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি কি চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবেন? সেটাই দেখার বিষয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.