Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: হার্দিকের পরিবর্তে আমাদের ষষ্ঠ বোলার বিরাট! মজার ছলে বললেন দ্রাবিড়

নিয়মিত বোলিং করবেন বিরাট?

ICC ODI World Cup 2023: Wrong-footed in swinger menace, Rahul Dravid's description for Virat Kohli as a bowler। Sangbad Pratidin

বিরাটকে বড় দায়িত্ব দিতে চলেছেন রাহুল দ্রাবিড়।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 4, 2023 7:59 pm
  • Updated:November 4, 2023 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) চোটের জন্য চলতি বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে ছিটকে গিয়েছেন। স্বভাবতই ষষ্ঠ বোলারকে নিয়ে বেশ চাপে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তবে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) শনিবার অর্থাৎ ৪ নভেম্বর যা শুনিয়ে গেলেন সেটা শুনে চোখ কপালে উঠতে ব্যর্থ। ইডেনে গার্ডেন্সে (Eden Gardens) রবিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে মহারণ। দরকার হলে সেই ম্যাচেই নাকি ষষ্ঠ বোলার হিসাবে বিরাট কোহলিকে ব্যবহার করতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। সাংবাদিক বৈঠকে এসে সেটা বলে দিয়ে চলে গেলেন ‘দ্য ওয়াল’।

সাংবাদিক বৈঠকে হার্দিকের বিকল্প বোলার কে হবেন? সেই প্রশ্ন করা হলে দ্রাবিড় বলেন, “হ্যাঁ এটা ঠিক যে আমাদের কাছে ষষ্ঠ বোলার নেই। তবে আমাদের কাছে ‘রং ফুটেড ইনসুইংগার’ বোলার আছে। যে বেশ কিছু ওভার হাত ঘোরাতেই পারে। গত ম্যাচেও তো তাকে বোলিং করতে দেখার জন্য সমর্থকরা গলা ফাটিয়ে দিচ্ছিল।”

Advertisement

[আরও পড়ুন: শামি-বুমরাহ-সিরাজের পেস আতঙ্কে ভুগছে দক্ষিণ আফ্রিকা? মুখ খুললেন টেম্বা বাভুমা]

বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় পায়ে চোট পেয়েছিলেন হার্দিক। এর পর সেই ওভারের বাকি তিনটি বল করেছিলেন বিরাট। ‘কিং কোহলি’-র বোলিং করার সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

সেখানেই শেষ নয়। সেই সময় ঘটে যায় একটি মজার ঘটনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি বল করতে হয়, সেই সম্ভাবনার কথা ভেবে হাত ঘোরাচ্ছিলেন বিরাট। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে বিরাতের বোলিং ঠিকঠাক হচ্ছে কিনা, তা নজরে রাখছিলেন জশপ্রীত বুমরাহ। তাঁর একটি বল উইকেটের কিছুটা বাইরে পড়তেই পরামর্শদাতা থেকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেল ভারতীয় দলের জোরে বোলারকে। দু’হাত দু’পাশে তুলে বুমরাহ জানিয়ে দিলেন ওয়াইড।

এদিকে ভারতীয় শিবির আগে থেকেই বলে রেখেছিল যে, এদিনের অনুশীলন হবে ঐচ্ছিক। টানা ম্যাচ খেলার ধকল থেকে বাঁচাতে জশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ পেস ত্রয়ীকে বিশ্রামের কথাই বলে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে এসেছিলেন রোহিত, বিরাট, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়াররা। আর তাঁদের দেখতেই ইডেনের বাইরে ছিল প্রবল ভিড়।

তবে দ্রাবিড় যাই বলুন, বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক চোট পাওয়ার পর থেকে নিয়মিত বোলিং অনুশীলন করছেন বিরাট। এবার কাপ যুদ্ধের বাকি ম্যাচগুলোতে বিরাটকে ষষ্ঠ বোলারের ভূমিকায় দেখা যাবে কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: ফিরল বিরানব্বইয়ের স্মৃতি, বৃষ্টিভাগ্যে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির লড়াইয়ে পাকিস্তান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement