Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: কাপযুদ্ধের ইতিহাসে নয়া নজির, স্টেডিয়ামে দর্শক সংখ্যায় বিশ্বজয়ী ভারত

বিশ্বকাপের অতীত রেকর্ড ভেঙে দিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

ICC ODI World Cup 2023: World Cup in India becomes most attended ICC event with 1.25 million spectator turn out। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 21, 2023 2:32 pm
  • Updated:November 21, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও অজিদের অন্য এক জায়গায় হারাল ভারত। বিশ্বকাপের ম্যাচে স্টেডিয়ামগুলিতে মোট দর্শক সংখ্যার নিরিখে অতীত সব রেকর্ড ভেঙে দিল ভারত। আইসিসি-র মতে এবারের কাপযুদ্ধ দেখতে দেশের সবকটি স্টেডিয়াম মিলিয়ে মোট ১২ লক্ষ দর্শক গ্যালারি ভরিয়েছেন।

আইসিসি বিজ্ঞপ্তি জারি করে লিখেছে, ‘এবারের বিশ্বকাপ মাঠে বসে দেখেছেন ১২ লক্ষ ৫০ হাজার ৩০৭ জন ক্রিকেটপ্রেমী। বিশ্বকাপে যখন ৬টি ম্যাচ বাকি তখনই মাঠে উপস্থিত দর্শকের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরিয়ে যায়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যত সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন তাতে আইসিসি খুশি হলেও ফাইনালে বিশ্বরেকর্ড হয়নি বলেই জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: হ্যারিস রউফের সঙ্গে পাক বোর্ডের বেজায় ঝামেলা! কোন বিতর্কে জড়ালেন তারকা পেসার?]

 

আইসিসি বা বিসিসিআইয়ের তরফে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কত সংখ্যক মাঠে হাজির ছিলেন, তা সরকারিভাবে জানানো হয়নি। তবে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের দাবি, ফাইনালে গ্যালারিতে ছিলেন ৯২,৪৫৩ জন দর্শক। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্নের এমসিজিতে দর্শকসংখ্যা ছিল ৯৩,০১৩।

এবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারত-পাকিস্তান ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখেছেন বলে দাবি আইসিসির। তবে আহমেদাবাদের ম্যাচগুলির সঠিক দর্শকসংখ্যা উল্লেখ করা হয়নি আইসিসির বিবৃতিতে।

[আরও পড়ুন: ‘অজিদের কাছে ফাইনালে হারলেও সঠিক পথেই এগোচ্ছে ভারত’, অকপট আক্রম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement