শামি, সিরাজের পাশে দাঁড়িয়ে হাসানকে বিঁধলেন আক্রম।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (Cricket World Cup 2023) টিম ইন্ডিয়ার (Team India) অশ্বমেধের ঘোড়া ছুটছে। বিশ্বকাপে সাতে সাত জয়ের পর দারুণ ছন্দে রয়েছে রোহিত শর্মার দল। তবে এরইমধ্যে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা (Hasan Raza) এবার ভারতীয় বোলারদের ‘চিটার’ বলে বসেছিলেন! এক সময় ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত রামিজ রাজার ছেলে হাসানের আরও দাবি ছিল, ভারতীয় দল নাকি ডিআরএস-কে প্রভাবিত করছে! হাসানের এমন বক্তব্য শুনে এবার তাঁকে পালটা দিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। এর আগে হাসানের উপর বেজায় চটেছিলেন আকাশ চোপড়া (Aakash Chopra)।
এই ইস্যু নিয়ে পাকিস্তানের একটি টেলিভিশনে আক্রম সটান বলে দেন, “আমি গত কয়েকদিন ধরে এই নিয়ে শুনছি। কিছু লোক নিজের অসম্মান করানোর সঙ্গে গোটা দুনিয়ার কাছে আমাদের দেশের তামাশা করছে। আমাদের দেশের বদনাম করছে। এমন বোকা বোকা কথা মুখে আনাই উচিত নয়। কোন বল নিয়ে খেলা হবে এটা ভীষণই সহজ একটা বিষয়। কীভাবে একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার এমন মন্তব্য করতে পারে মাথায় আসছে না।”
Wasim Akram’s comments on Hasan Raza’s statement on Team India’s bowlers and being given different balls. pic.twitter.com/ELPPNyp2tL
— CricketMAN2 (@ImTanujSingh) November 4, 2023
এখানেই থেমে না থেকে প্রাক্তন পাক অধিনায়ক ফের যোগ করেছেন, “টস হওয়ার পর ম্যাচের শুরু হওয়ার আগে আম্পায়ার আসে যে দল প্রথমে বল করবে তাদের কাছে। সেখানে ১২টি বল থাকা একটি বাক্স নিয়ে আসেন। চারজন আম্পায়ার থাকেন, রেফারি থাকেন আরও অনেকেই থাকেন। যে দল প্রথমে বল করে তারা একটি বল বেছে নেয় প্রথম পছন্দ হিসেবে। তারপর দ্বিতীয় পছন্দ হিসেবে আর একটি বল বাছে। ওই দুটি বল আম্পায়ার রাখেন নিজের দুটি পকেটে। একটা বল খারাপ হলে যাতে দ্বিতীয়টা নিতে পারে প্রথমে বোলিং করা টিম।”
তিনি ফের বলেন, “এর পর বাকি ৮টি বল বক্সে করেই আর এক ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকেই থাকে। ঠিক একই ভাবে দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে, তারাও ২টি বল বেছে নেয়। তা নিয়ে পকেটে ভরেন আম্পায়ার। তিনি এরপর চতুর্থ আম্পায়ার ও অন ফিল্ড আম্পায়ারকে দিয়ে জানিয়ে দেন প্রথমে বোলিং করবে যে দল তাদের বেছে নেওয়া দুটি বল কোনগুলো। আর দ্বিতীয় ইনিংসে বোলিং করবে যে দল তাদের পছন্দের ২টি বল কোনগুলো। ওই রুমে রেফারি বসে থাকেন, অন্যরাও থাকেন। তা হলে এমন ভাবনা আসে কোথা থেকে? মাথায় আসছে না।”
ICC Might Give Different Ball to Indian Bowlers thats why they are Getting Seam and Swing More Than Others.Ex Test Cricketer Hasan Raza.#CWC23 #INDvSL pic.twitter.com/7KCQoaz0Qs
— Hasnain Liaquat (@iHasnainLiaquat) November 2, 2023
কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে এসে হাসান বলেছিলেন, “এবারের বিশ্বকাপে অদ্ভুত একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ভারতীয় বোলাররা নামলেই পিচ অন্য রকম আচরণ করছে! এমনটা কিন্তু আগে দেখা যেত না। মনে হচ্ছে ওরা কিছু একটা চিটিং করছে।” এখানেই না থেমে হাসান ফের যোগ করেছেন, “গত সাত ম্যাচে ভারতীয় দল কমপক্ষে সাত-আটটি ডিআরএস-এর সিদ্ধান্ত তাদের পক্ষে গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে খেলার জন্য মাঠে থাকা আম্পায়ার ও তৃতীয় আম্পায়ারকেও হাত করে নিয়েছে!”
তবে হাসানের এমন আলটপকা মন্তব্যকে একেবারে উড়িয়ে দিলেন ‘সুলতান অফ সুইং’। তাঁর স্পষ্ট কথা কয়েক জন প্রাক্তন ক্রিকেটার অহেতুক মন্তব্য করে পাকিস্তানের সুনাম নষ্ট করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.