Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: লজ্জার হার হজম করা পাকিস্তানকে চরম কটাক্ষ করলেন বীরেন্দ্র শেহওয়াগ! কী লিখলেন?

বীরুর বিস্ফোরক টুইট।

ICC ODI World Cup 2023: Virender Sehwag takes a hilarious dig at Pakistan batting collapse against Team India। Sangbad Pratidin

পাকিস্তানকে ব্যাপক ট্রোল করলেন বীরেন্দ্র শেহওয়াগ।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 15, 2023 6:45 pm
  • Updated:October 15, 2023 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছর পর ভারতে (India) পা রেখেই জামাই আদর পেয়েছে পাকিস্তান (Pakistan)। তবে একটা ম্যাচ বাবর আজমদের (Babar Azam) আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দিল। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে মাত্র ১৯১ রানে অল আউট হওয়ার পরেই ফলাফল সবার জানা ছিল। আর হল তাই। রোহিত শর্মার (Rohit Sharma) ৬৩ বলে ৮৬ রানের দাপটে সাত উইকেটে জয় পেয়েছিল। আর এমন পরাজয়ের মধ্যে এবার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)-শাহিন শাহ আফ্রিদিদের (Shaheen Shah Afridi) তীব্র কটাক্ষ হজম করতে হল। চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ট্রোল করলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।

মোতেরায় ভারত-পাক একপেশে ডুয়েল দেখতে দেখতে টুইটারে লেখা বীরুর গোটা তিনেক বাণী ইতিমধ্যেই ভাইরাল। যেমন রোহিতের ‘ডানপিটে’ ইনিংস নিয়ে দুটো লাইন, ‘পাকিস্তান বোলারস শরমা রহে থে, আপনে শর্মাজি গরমা রহে থে।’

Advertisement

 

 

 

[আরও পড়ুন: শাহিন মোটেও আক্রমের মতো নয়! একেবারে ‘ট্রেসর বুলেট’ চালিয়ে দিলেন রবি শাস্ত্রী]

১৫৫-২ থেকে বাবরের দল ১৯১-এ অলআউট। সেটা দেখেই ভারতের প্রাক্তন মারকুটে ওপেনার লিখে দেন, ‘১৫৫-২ হওয়ার পরে ওদের বোধহয় মনে পড়ে যায়, ‘সাম কা নাস্তা’ করার সময় হয়েছে। বড় ফাফড়া জিলিপি দেখেছে, তাই জলদি ১৯১ এ অল আউট! আর আমরা পৃথিবীর বিগেস্ট ডেমোক্রেসি, তাই পাঁচ বোলার দুটো করে উইকেট নিয়েছে!’ খোঁচা দেওয়ার মাপকাঠিতে এটা চরম কটাক্ষের। সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

 

এর পর আবার লিখলেন, ‘সবকো খেয়াল রাখা যাতা হ্যায়!’ অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে পাক ব্যাটার থেকে বোলার, সবাইকে ভারতীয় দল সুযোগ দিয়েছে।

 

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শুরুটা ভালো হলেও, যত সময় পার হয় শক্তি হারাতে শুরু করে বাবররা। ভারতীয় বোলিংয়ের সামনে ধোপে টেকেনি পাকিস্তানি ব্যাটারদের কৌশল। তাই ৪২ ওভারের মাথায় সব উইকেট হারায় তাঁরা। অন্যদিকে ১১৭ বল বাকি থাকতেই পাকিস্তানকে তুড়ি মেরে হারিয়ে দেন ভারত। আর তাই কাপ যুদ্ধে গত ৩১ বছরের ইতিহাসে ভারতের কাছে আবার হারল পাকিস্তান। এই মুহূর্তে স্কোরলাইন ৮-০।

[আরও পড়ুন: দুরন্ত মেজাজে ইমামের ক্যাচ ধরে সেরা ফিল্ডার হলেন লোকেশ রাহুল, দেখুন মজার ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement