ফের একবার পাকিস্তানকে কটাক্ষ করলেন বীরেন্দ্র শেহওয়াগ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থামতেই চাইছেন না বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। সুযোগ পেয়েই পাকিস্তানকে (Pakistan) বিঁধে চলেছেন। চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) বাবর আজমদের (Babar Azam) পারফরম্যান্স মোটেও ভালো নয়। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলার পরেই লাহোরের উদ্দেশ্যে রওনা দেবেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)-মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। এর আগে ফের একবার পাক দলকে ব্যাপকভাবে ট্রোল করলেন। তাঁর সেই টুইট এবং ইনস্টাগ্রাম পোস্ট এই মুহূর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল।
X হ্যান্ডেলে এক ভারতীয় সমর্থক লিখেছিলেন, ‘শেহওয়াগ পাকিস্তানের বিরুদ্ধে আপনার টেস্ট গড় ৯১। সঙ্গে আবার ট্রিপল সেঞ্চুরি। সেগুলো ওরা ভুলে গিয়েছে। ইনজামাম-উল-হক পর্যন্ত প্রকাশ্যে বলেছিলেন যে, শেহওয়াগকে ভয় পেতাম। ও মাত্র এক সেশনে খেলা শেষ করে দিতে পারত।’ সেই টুইটের পালটা জবাব দিতে গিয়ে বীরু পালটা লিখেছেন, ‘না ভাই। ওয়াসিম ভাই অবসর নেওয়ার পর ওদের যেমন বোলিং, তাতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে আমার অন্তত ২০০ গড় হওয়া উচিত ছিল। তবে যাই হোক, তখন এবং এখনও পাকিস্তানের সঙ্গে মজা করতে ভালোলাগে।’
Nahi yaar, Wasim bhai ke retirement ke baad jaise yeh thhey , 200 ki avg honi chahiye tha inke saath.
But jo bhi ho , tab bhi aur ab bhi Inke Mazzey lene mein maza aata hai . https://t.co/yRMu8ehjRr— Virender Sehwag (@virendersehwag) November 10, 2023
নিউজিল্যান্ডের (New Zealand) সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর, এর আগে ইনস্টাগ্রামে একটি দিয়েছিলেন শেহওয়াগ। সেই ছবিতে লেখা ছিল, ‘বাই বাই পাকিস্তান’। সেই ছবির পাশে তিনি লিখেছিলেন, ‘পাকিস্তান জিন্দাভাগ! তোমাদের দৌড় এতদূর পর্যন্ত ছিল। আশা বিরিয়ানি-আতিথেয়তা উপভোগ করেছো। এবার বিমান ধরে বাড়ি যাও। বাই বাই পাকিস্তান।’
View this post on Instagram
ইংল্যান্ডের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে বিশাল বড় ব্যবধানে না জিতলে, পাক দলের শেষ চারে যাওয়ার কোনও প্রশ্নই নেই। কারণ নিউজিল্যান্ড গত ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারানোর পাশাপাশি রান রেট আরও বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে চার নম্বরে থাকা কিউইদের ৯ ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট। রান রেট ০.৭৪৩। সেখানে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। রান রেট ০.০৩৬। ফলে ইংল্যান্ডকে হারালেও বাবর আজমের দলের খালি হাতে দেশে ফিরে যাওয়া সময়ের অপেক্ষা। কারণ তাদের শেষ চারে যাওয়ার অঙ্ক যে বেজায় কঠিন।
Pakistan ki khaas baat hai ki jis team ko Pakistan support karti hai, woh team Pakistan ki tarah khelne lagti hai 😂.
Sorry Sri Lanka. https://t.co/Qv960oju2m— Virender Sehwag (@virendersehwag) November 10, 2023
এই হিসাব মনে করিয়ে বীরু টুইটারে লিখেছিলেন, ‘পাকিস্তানের মধ্যে একটা ব্যাপার আছে। পাকিস্তান যে দলকে সমর্থন করে, সেই দল পাকিস্তানের মতোই খেলতে শুরু করে দেয় 😂। সরি শ্রীলঙ্কা।’
অবশ্য পাকিস্তানকে ট্রোল করার আরও একটা কারণ হল, বাবর আজমের দলের সেমিফাইনাল খেলা দিবাস্বপ্নের মতো। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান প্রথম ব্যাট করলে তাদের ৩০০ রান তুলতেই হবে। এর পর জস বাটলারের দলকে অলআউট করতে হবে ৩০ রানের মধ্যে। আর ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩০০ রান স্কোরবোর্ডে তুলে দিলে, পাকিস্তানকে সেই রান মাত্র ৬ ওভারের মধ্যে চেজ করতে হবে! যা একেবারেই অসম্ভব। এবার এই জটিল অঙ্ককে কাজে লাগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে কটাক্ষ করেই চলেছেন ‘মুলতানের সুলতান’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.