Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বিশ্বকাপের মাঝেই অধিনায়কত্ব ফিরে পেলেন বিরাট! কিন্তু কীভাবে?

ফের অধিনায়কত্ব ফিরে পেলেন বিরাট!

ICC ODI World Cup 2023: Virat Kohli selected as captain by Cricket Australia for team of tournament। Sangbad Pratidin

একদিনের ক্রিকেটে ৪৯তম শতরানের পর এভাবেই ব্যাট দেখিয়েছিলেন বিরাট। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 13, 2023 2:07 pm
  • Updated:November 13, 2023 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) এখনও দুটি সেমিফাইনালের সঙ্গে বাকি রয়েছে মেগা ফাইনাল। এর আগেই এবারের কাপ যুদ্ধের সেরা একাদশ ও সেই দলের অধিনায়কের নাম ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। চমকে দেওয়ার মতো ব্যাপার হল ক্রিকেট অস্ট্রেলিয়ার বিচারে এই দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দুই বছর আগে ভারতীয় দলের সীমিত ওভার এবং ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পর, সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট। কিং কোহলি নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর, টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটন সামলাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবুও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বাছাই করা বিশ্বকাপের একাদশের অধিনায়ক হিসাবে বিরাটের নাম ঘোষণা করল। 

বিরাট ছাড়া এই দলে ভারতের তিনজন ক্রিকেটার রয়েছেন। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ শামি (Mohammed Shami)। দলের উইকেটকিপার কুইন্টন ডি কক (Quinton de Kock)। এছাড়া ডেভিড ওয়ার্নার (David Warner), রাচীন রবীন্দ্র (Rachin Ravindra), এইডেন মার্করাম (Aiden Markram) জায়গা পেয়েছেন। দলে রয়েছেন সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে ১২৮ বলে ২০১ রানে অপরাজিত থাকা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) রাখা হয়েছে। রয়েছেন মার্কো জ্যানসেন (Marco Jansen) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa)। দলের দ্বাদশ ব্যক্তি দিলশান মধুশঙ্কা (Dilshan Madushanka)।

Advertisement

এবারের কাপ যুদ্ধে ফর্মের তুঙ্গে রয়েছেন বিরাট। ৯ ম্যাচে ৫৯৪ রান করে এই মুহূর্তে সর্বাধিক স্কোরারদের তালিকার শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার মহাতারকা। সর্বোচ্চ বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে অপরাজিত ১০৩। গড় ৯৯.০০। ৮৮.৫২ স্ট্রাইক রেট বজায় রেখে রয়েছে ২টি শতরান ও ৫টি অর্ধশতরান। বাইশ গজের যুদ্ধে এমন দাপট বজায় রাখার জন্যই হয়তো বিরাটকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল।

[আরও পড়ুন: সেরা ফিল্ডারের তকমা পেয়ে কাদের ধন্যবাদ জানালেন সূর্য? দেখুন ভাইরাল ভিডিও]

 

২০১৯ সালের পর ২০২২, প্রায় তিন বছর ফর্মের ধারেকাছে ছিলেন না বিরাট। এরমধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল ২০২২ সালে। ১১টি একদিনের ম্যাচে করেছিলেন মাত্র ৩০২ রান। সঙ্গে ছিল মাত্র ১টি শতরান ও ২টি অর্ধ শতরান। সর্বাধিক বাংলাদেশের বিরুদ্ধে ১১৩ রান। গড় ২৭.৪৫। স্ট্রাইক রেট ৮৭.০৩। তাঁর সঙ্গে জুড়ে গিয়েছিল একাধিক বিতর্ক। কিন্তু সেই খারাপ সময় কাটিয়ে বিরাট আবার স্বমহিমায় ধরা দিয়েছেন। চলতি বছর কিং কোহলি ফর্মের তুঙ্গে রয়েছেন। পরিসংখ্যানে চোখ রাখলেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ২০২৩ সালে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে বিরাটের রান ১২০৬। সর্বাধিক শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৬৬। গড় ৭০.৯৪। স্ট্রাইক রেট ৯৯.৪২। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৭টি অর্ধশতরান।

এদিকে ২০১১-২০২৩, ১২ বছরের বিশ্বকাপ কেরিয়ারে ৩৫ ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছে ১৬২৪ রান। সর্বাধিক পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রান। গড় ৫৮.০০। ৮৭.৩৫ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি শতরান এবং ১১টি অর্ধ শতরান। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক হলেন বিরাট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার, রাচীন রবীন্দ্র, বিরাট কোহলি (অধিনায়ক), এইডেন মার্করাম, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জ্যানসেন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, জশপ্রীত বুমরাহ, দ্বাদশ ব্যক্তি দিলশান মধুশঙ্কা

[আরও পড়ুন: বিশ্বকাপে গ্লাভস হাতে লোকেশ রাহুলই সেরা, জানিয়ে দিলেন তারকা উইকেটকিপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement