শচীনের ছুঁয়ে এমনই 'বিরাট' লাফ দেবেন কোহলি! অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। ঘড়ির কাঁটায় দুপুর ২টো বাজলেই শুরু হয়ে যাবে এবারের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। তবে এই ম্যাচটার আলাদা মাহাত্ম্য আছে। ৫ নভেম্বর ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। ফলে আজকের দিনটাকে সুপার সানডে বললেও কম বলা হবে। ৩৫তম জন্মদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট। এমন বিশেষ দিনে তাঁর সামনে আবার ‘আইকন’ শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁয়ে ৪৯তম শতরান করে ফেলার সুযোগ আছে। ক্রিকেটের নন্দনকাননেই ‘গড অফ ক্রিকেট’-কে ছুঁয়ে ফেলতে পারবেন ‘কিং কোহলি’? সেটা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দুনিয়া। এর আগে দেখে নেওয়া যাক ইডেনে আয়োজিত একদিনের ম্যাচে বিরাটের পারফরম্যান্স কেমন?
* ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইডেনে এখনও পর্যন্ত ৭টি একদিনের ম্যাচ খেলেছেন ম্যাচ খেলেছেন বিরাট।
*২০০৯ সালের ২৪ ডিসেম্বর প্রথমবার ইডেনে একদিনের ম্যাচ খেলেছিলেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ১১৪ বলে ১০৭ রান করেছিলেন বিরাট। ৯৩.৮৫ স্ট্রাইক রেট বজায় রেখে সেই ইনিংসে মেরেছিলেন ১১টি চার ও ১টি ছক্কা।
*২০১১ সালের ২৫ অক্টোবর ইডেনে দ্বিতীয় বার একদিনের ক্রিকেট খেলেছিলেন বিরাট। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই ম্যাচে তিনি শূন্যে আউট হয়েছিলেন।
*২০১৩ সালের ৩ জানুয়ারি ক্রিকেটের নন্দনকাননে তৃতীয় একদিনের ম্যাচ খেলেছিলেন বিরাট। সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৬ রান করেছিলেন বিরাট।
*২০১৪ সালের ১৩ নভেম্বর ইডেনে বিরাট চতুর্থ একদিনের ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে বিরাট রান আউট হয়েছিলেন। তাঁর ব্যাট থেকে এসেছিল ৬৬ রান।
*২০১৭ সালের ২২ জানুয়ারি ইডেনে তাঁর পঞ্চম একদিনের ম্যাচ খেলেছিলেন বিরাট। সেবার বিরাট করেন ৫৫ রান করেন।
*২০১৭ সালের জানুয়ারির পর সেই বছরের ২১ সেপ্টেম্বর আবার ইডেনে নেমেছিলেন বিরাট। সেটা ছিল ক্রিকেটের নন্দনকাননে তাঁর ষষ্ঠ একদিনের ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রান করেছিলেন।
*চলতি বছরের ১২ জানুয়ারি ইডেনে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। ভারত জিতলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৪ রান করেছিলেন তিনি।
কাপ যুদ্ধের মঞ্চে প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বিরাট ইডেনের বাইশ গজে খেলে ফেলেছেন ৭টি একদিনের ম্যাচ। মোট রান ৩৩০। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৭। গড় ৪৭.১৪। স্ট্রাইক রেট ৮৮.৯৪। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধশতরান। এহেন বিরাট কি তাঁর ৩৫তম জন্মদিনে কি আরও একটি শতরান সেরে ফেলতে পারবেন? ৪৯তম শতরান করে ছুঁয়ে ফেলতে পারবেন মাস্টার ব্লাস্টারকে? উত্তর সময় দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.