Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: দেড় মাস পর মাঠে নেমেই শতরান! কোন জোড়া রেকর্ড গড়লেন ট্রাভিস হেড?

বাইশ গজে ঝড়ের নাম ট্রাভিস হেড।

ICC ODI World Cup 2023: Travis Head becomes 5th Australia batter to score World Cup hundred on debut। Sangbad Pratidin

শতরান করে এভাবেই সেলিব্রেশন করলেন ট্রাভিস হেড। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 28, 2023 3:18 pm
  • Updated:October 28, 2023 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কারণে প্রায় দেড় মাস মাঠের বাইরে ছিলেন। স্বভাবতই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) শুরুর দিকে তাঁর সার্ভিস পায়নি অস্ট্রেলিয়া (Australia)। তবুও ট্রাভিস হেডকে (Travis Head) দেশে ফেরত পাঠাতে চাননি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। কেন তাঁকে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছিল সেটা বুঝিয়ে দিলেন এই বাঁহাতি ওপেনার। চলতি কাপ যুদ্ধের প্রথম ম্যাচ খেলতে নেমেই নিউজিল্যান্ডের (New Zealand) বোলারদের বুঝে নিয়ে মাত্র ২৫ বলে ৫০ রান করেন। এবারের বিশ্বকাপের দ্রুততম অর্ধশতরান এটি। থামলেন ৬৭ বলে ১০৯ রানে। ১৬২.৬৮ স্ট্রাইক রেট বজায় রেখে মারলেন ১০টি চার ও ৭টি ছক্কা। একইসঙ্গে অজিদের মধ্যে পঞ্চম ব্যাটার হিসাবে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই শতরান করে নজির গড়লেন তিনি।

১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১১০ রান করেছিলেন ট্রেভর চ্যাপেল (Trevor Chappell)। এর পর ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিওফ মার্শের (Geoff Marsh) ব্যাট থেকে এসেছিল ১১০ রান। ২০০৩ সালের বিশ্বকাপে তৃতীয় অজি ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লিখিয়েছিলেন প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। তিনি পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১৪৩ রান। ২০১৫ সালে মেলবোর্নের বাইশ গজে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রান করেছিলেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। আর এবার পঞ্চম অজি ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লেখালেন ট্রাভিস হেড। তবে শুধু অজি ওপেনার নন, এবারের বিশ্বকাপে রাচীন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও আবদুল্লা শফিক নিজেদের প্রথম ম্যাচে শতরান করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ইতিহাস গড়ে পদক জয়ে সেঞ্চুরি করল ভারত, প্যারা অ্যাথলিটদের কুর্নিশ জানালেন নরেন্দ্র মোদি]

এবারের বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান হলেও অন্যান্য বিশ্বকাপ মিলিয়ে হেডের এই ইনিংস খুব উপরে নেই। বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান ব্রেন্ডন ম্যাকালামের। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৮ বলে অর্ধশতরান করেছিলেন ২০১৫ সালে। সেই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। হেড এদিন ৫৯ বলে শতরান করেন। এবারের বিশ্বকাপে দ্রুততম শতরানের তালিকায় এটি তিন নম্বরে। ৪০ বলে শতরান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৯ বলে শতরান করেছিলেন আইডেন মার্করাম। তাঁদের টপকাতে না পারলেও এ দিন হেডের ইনিংস কিছু কম বিধ্বংসী ছিল না।

হেড এবং ডেভিড ওয়ার্নার প্রথম উইকেটে ১৭৫ রান তুলে দেন। ওয়ার্নার ৬৫ বলে ৮১ রান করেন। তিনি পাঁচটি চার এবং ছ’টি ছক্কা মারেন। বাকি কাজটা সারেন গ্লেন ম্যাক্সওয়েল (২৪ বলে ৪১), জস ইংলিস (২৮ বলে ৩৮) ও প্যাট কামিন্স (১৪ বলে ৩৭)। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৩৮৮ রান তুলে দেয় পাঁচবারের বিশ্বজয়ী দল।

[আরও পড়ুন: দুঃস্বপ্নের একানা স্টেডিয়ামে ফিরে আসার লড়াইয়ে নামছেন লোকেশ রাহুল, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement