Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: পেন কিলার খেয়ে শতরান! আনটোল্ড স্টোরি সামনে আনলেন শ্রেয়স আইয়ার

বাইশ গজে শ্রেয়সের দাপট।

ICC ODI World Cup 2023: Took pills for cramps, says Shreyas Iyer after maiden World Cup hundred। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 13, 2023 5:00 pm
  • Updated:November 13, 2023 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভারতীয় দলের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সেই ম্যাচের মোক্ষম মুহূর্তে শর্ট বলে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার আর ফিরে তাকালেন না। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধ শতরানের পর এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে করলেন শতরান। এবং ম্যাচের শেষে জানিয়ে দিলেন তিনি পেন কিলার নিয়ে ব্যাট করতে নেমেছিলেন।

শ্রেয়স বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শর্ট বলে উইকেট ছুড়ে দিয়ে এসেছিলাম। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার অপরাজিত থেকে শতরান করতে চেয়েছিলাম। ক্র্যাম্পের জন্য ওষুধ খেয়েছিলাম। অবশেষে শতরান করার জন্য আমি খুবই খুশি।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই অধিনায়কত্ব ফিরে পেলেন বিরাট! কিন্তু কীভাবে?]

শ্রেয়স ফের যোগ করেন, “বিগত কয়েক ম্যাচে রান করতে পেরেছি। সেটাই কাজে লাগল এবার। উইকেটে দ্বিমুখী গতি ছিল। যার ফলে খেলতে হয়েছে সুকৌশলে। শুরুতেই আমি রান করতে চেয়েছিলাম।’

অনেক চোট-আঘাত পেরিয়ে আসা শ্রেয়স অবশেষে একদিনের ক্রিকেটে তাঁর চতুর্থ শতরান সেরে নিলেন। তবে বিশ্বকাপের মঞ্চে এটা ছিল তাঁর প্রথম শতরান। ডাচদের বিরুদ্ধে ৮৪ বলে শতরান পূর্ণ করার পর, তিনি থামলেন ৯৪ বলে ১২৮ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং পাঁচটি ছক্কায়।

[আরও পড়ুন: বিশ্বকাপে গ্লাভস হাতে লোকেশ রাহুলই সেরা, জানিয়ে দিলেন তারকা উইকেটকিপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement