Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ধোনির বিশ্বজয়ী দল নয়, ওয়ানডে-তে সবচেয়ে শক্তিশালী রোহিতরাই! দাবি ভারতীয় তারকার

সেমিফাইনালের আগেই বড় বিতর্ক!

ICC ODI World Cup 2023: This is the strongest Indian ODI team ever, says Dinesh Karthik। Sangbad Pratidin

কোন ভারতীয় দল সেরা? আলোচনা তুঙ্গে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 10, 2023 5:03 pm
  • Updated:November 10, 2023 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর আগের কথা। ২০১১ সালে ভারত শেষবার বিশ্বকাপ (ICC ODI World Cup 2011) জয়ের স্বাদ পেয়েছিল। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে। এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে টিম ইন্ডিয়া (Team India) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। আটে আট করে সেমিফাইনালে চলে যাওয়া ‘মেন ইন ব্লু’ ব্রিগেড ফের একবার ঘরের মাঠে বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন দেখছে। এমন প্রেক্ষাপটে এবার বিতর্কিত মন্তব্য করে দিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। বিরাট কোহলি (Virat Kohli)-শুভমান গিলরা (Shubman Gill) বিশ্বকাপ হাতে তোলার অনেক আগেই ভারতের উইকেটরক্ষকের দাবি, রোহিতের ভারতই সবচেয়ে শক্তিশালী একদিনের দল!

১২ নভেম্বর কাপ যুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেই ম্যাচ খেলতে মাঠে নামার আগে দীনেশ কার্তিক বলেন, “কাউকে খাটো না করে একটা মন্তব্য করতে চাই। আমার মতে এটাই ভারতের সবচেয়ে শক্তিশালী একদিনের দল। এবং বিশ্বকাপের নিরিখে এটাই ভারতের সবচেয়ে শক্তিশালী একদিনের দল। অতীতের কোনও ভারতীয় দল ২০২৩ সালের বিশ্বকাপের টিমের মতো পারফর্ম করতে পারেনি। এর আগেও অনেক অধিনায়কের নেতৃত্বে ভারতীয় দল ভালো পারফর্ম করেছে। তবে আমার মতে এটাই ভারতের সর্বকালের সেরা একদিনের দলের তকমা পাওয়ার খুব কাছে রয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘আশা করি বিরিয়ানি-আতিথেয়তা উপভোগ করেছো, এবার বাড়ি যাও’! পাকিস্তানের বিদায়ে বীরুর ট্রোলিং]

২০১১ সালের পর কেটে গিয়েছে দুটি বিশ্বকাপ। ২০১৫ সালের পর ২০১৯ সালের কাপ যুদ্ধের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। তবে চলতি কাপ যুদ্ধে অপ্রতিরোধ্য ভারত। ব্যাটিং-বোলিং, সব বিভাগেই দাপট দেখাচ্ছে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

অপরাজেয় বিশ্বজয়ী। এই খেতাব বড় গর্বের। লিগ পর্যায়ের বাকি আর একটা ম্যাচ। নিয়মরক্ষার সেই ম্যাচের পরেই সেমিফাইনাল খেলবে ভারত। শেষচারের বাধা টপকে গেলেও নিস্তার নেই। মেগা ফাইনালও যে জিততে হবে। পারবেন রোহিত? পারবেন রোহিতের সতীর্থরা? অপরাজিত থেকে ভুবনজয়ী হতে! আসমুদ্র হিমাচল এখন থেকেই আশায় বুক বাঁধছেন।

[আরও পড়ুন: অ্যাঞ্জেলো ম্যাথিউজ নাকি শাকিব? ‘টাইমড আউট’ মহাবিতর্কে কার পাশে দাঁড়ালেন অশ্বিন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement