Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: কোহলির ৪৮তম ওডিআই শতরান নিয়ে ‘বিরাট’ বিতর্ক বাড়ালেন ভাজ্জি! কী বললেন?

আম্পায়ার যখন বিরাটের ভক্ত!

ICC ODI World Cup 2023: Think umpire also wanted to see Virat Kohli score a hundred, says Harbhajan Singh। Sangbad Pratidin

ম্যাচের শেষে আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর সঙ্গে হাত মেলাচ্ছেন বিরাট কোহলি। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 20, 2023 3:34 pm
  • Updated:October 20, 2023 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। এর মধ্যে এখনও সেমি ফাইনাল পুরোপুরি নিশ্চিত নয়। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে একদিনের ক্রিকেটের ৪৮তম শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে এই শতরানকে অনেকেই ভালো চোখে দেখছেন না। নেটিজেনদের দাবি, টিম ইন্ডিয়ার (Team India) রানরেট বাড়ানোর দিকে বিরাটের মোটেও নজর ছিল না। বরং বিরাট নাকি বাইশ গজে নেমে ব্যক্তিগত মাইলস্টোন গড়ার দিকে মগ্ন ছিলেন! তাঁর কথায় বাধ্য হয়েই নাকি রান নেওয়া বন্ধ করে দিয়েছিলেন লোকেশ রাহুল (Lokesh Rahul)! এমন বিতর্কের মাঝে আরও বড় বিতর্ক বাঁধিয়ে দিলেন হরভজন সিং (Harbhajan Singh)। তাঁর দাবি আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও (Ricard Kettleborough) নাকি বিরাটের শতরান দেখতে চাইছিলেন!

ভারতের প্রাক্তন অফ স্পিনার বলেন, “আমার মতে ওটা ওয়াইড বল ছিল। সত্যি বলতে বল লেগ স্টাম্পের অনেকটাই বাইরে ছিল। তবে সেটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। বিরাট দারুণ ব্যাট করেছে। তবে এটাও ঠিক যে দেশের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও হয়তো চেয়েছিল বিরাট শতরান করুক।”

Advertisement

[আরও পড়ুন: দুরন্ত ক্যাচের জন্য সেরা ফিল্ডারের পুরষ্কার পেলেন জাদেজা, ‘অসন্তুষ্ট’ লোকেশ রাহুল! কিন্তু কেন?]

একটা সময় জয়ের জন্যে ২০ রান দরকার ছিল, বিরাটের শতরানের জন্যেও ২০ রান। ভারতের জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু তাঁর ৪৮তম শতরান কি পূর্ণ হবে? এটাই প্রশ্ন ছিল সবার মনে প্রশ্ন। এর মধ্যে তাঁর শতরান রুখে দেওয়ার চেষ্টা করেছিলেন নাসুম আহমেদ। তিনি প্রথম বলটিই ওয়াইড করেন। কিন্তু আম্পায়ার ওয়াইড দেননি। তখন হিসাব বলছিল, জিততে দরকার ১ রান। বিরাটের শতরানে দরকার ৩ রান। শেষ পর্যন্ত নাসুমকে ছক্কা মেরে দলকেও জেতালেন, নিজের শতরানও করলেন ‘কিং কোহলি’।

এই বিতর্ক থামানোর জন্য আসরে নেমেছিলেন লোকেশ রাহুল। তিনি বিরাটের পাশে দাঁড়িয়ে বলে দেন, “বিরাট সংশয়ে ছিল। আসলে ওই আমাকে বলেছিল, এভাবে সিঙ্গল নেওয়া বন্ধ করলে সেটা ভালো দেখাবে না। আর আমি চাই না যে কারও মনে হোক আমি ব্যক্তিগত মাইলফলকের জন্য ছুটছি।” রাহুলের কথা অনুযায়ী তিনিই বিরাটকে বলেন, “আমরা ম্যাচটা এখনও জিতিনি ঠিকই কিন্তু অনায়াসেই জিতব। তাই তুমি যদি মাইলফলকে পৌঁছাতে পার, তাহলে চেষ্টা করতে দোষ কোথায়। তোমার চেষ্টা করা উচিত। আমি সিঙ্গল নেব না।”

তবে লোকেশ রাহুল যাই বলুন। ভাজ্জি কিন্তু বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়িয়েই দিলেন। একদিনের ক্রিকেটে ৪৮তম শতরান করার পরেও বিরাটের পারফরম্যান্স নিয়ে পোস্টমর্টেম চলছেই।

[আরও পড়ুন: একতা, একটি ছবিই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ১৪০ কোটিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement