Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: কোন ছকে বিশ্বজয়ী হতে পারে রোহিতের টিম ইন্ডিয়া? জানালেন রাহুল দ্রাবিড়

বিশ্বকাপ জিততে পারবে টিম ইন্ডিয়া?

ICC ODI World Cup 2023: Team India want to carry momentum of Australia ODI series win the mega event, says Rahul Dravid। Sangabd Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 28, 2023 1:46 pm
  • Updated:September 28, 2023 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকের ধারণা ছিল বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) আগে অস্ট্রেলিয়াকে (Australia) চুনকাম করবে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু সেটা আর হল কোথায়! প্রথম দুটি একদিনের ম্যাচ দাপটের সঙ্গে জিতলেও, তৃতীয় ম্যাচে প্যাট কামিন্স (Pat Cummins)-গ্লেন ম্যাক্সওয়েলদের (Gleen Maxwell) কাছে ৬৬ রানে হেরে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। কাপ যুদ্ধের আগে অজিরা সেরা একাদশ বাইশ গজের যুদ্ধে নামিয়ে দিতেই হারের মুখ দেখল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। যদিও এই হার নিয়ে একেবারেই চিন্তিত নন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বরং জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-লোকেশ রাহুলদের (KL Rahul) হেড কোচ মনে করেন, মেগা ইভেন্টের আগে তাঁর ছেলেরা একেবারে সঠিক পথে এগোচ্ছেন।

তৃতীয় ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন দ্রাবিড়। হার নিয়ে প্রশ্ন উড়ে আসতেই তিনি বলেন, “ম্যাচ হেরে গেলেও আমি চিন্তিত নই। আমার দলের প্রতিটা ক্রিকেটার সঠিক ম্যাচ টাইম পাচ্ছে কিনা এটাই আসল ব্যাপার। কারণ বিশ্বকাপের আগে মেগা ইভেন্টের আগে যে যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, ততই ভালো। এতে ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়বে, ঠিক তেমনই দলের উন্নতি হবে।”

Advertisement

আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে কামব্যাক করেছিলেন বুমরাহ। তাঁকে পুরনো আগুনে মেজাজে দেখা গিয়েছে। চোট সারিয়ে এশিয়া কাপে (Asia Cup 2023) মাঠে ফিরেছিলেন লোকেশ রাহুল। তাঁকেও গত কয়েকটি ম্যাচে পারফর্ম করেছেন। এশিয়া কাপের ফাইনালের আগে অক্ষর প্যাটেল (Axar Patel) চোট পেয়েছিলেন। বিশ্বকাপের প্রাথমিক দলে অক্ষর থাকলেও তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাঁর জায়গায় সুযোগ পাওয়া রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) নিজেকে মেলে ধরেছেন। সুযোগ পেয়েই দ্বিতীয় ম্যাচে শতরান করেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এহেন ম্যাচ উইনাররা ফর্মে থাকার জন্য সন্তুষ্ট দ্রাবিড়।

তিনি ফের যোগ করেছেন, “বুমরাহ গত কয়েকটি ম্যাচে নিজের ১০ ওভারের কোটা পূর্ণ করেছে। ওকে পুরনো ফর্মে ফিরতে দেখে ভালো লেগেছে। সিরাজ গত কয়েক মাস ধরেই ছন্দে রয়েছে। তবে জ্বরে আক্রান্ত হলেও চিন্তার কারণ নেই। অশ্বিনের ক্ষেত্রেও একই কথা বলতে চাই। অজিদের বিরুদ্ধে দুটি ম্যাচে ওর বোলিং দেখে টিম ম্যানেজমেন্ট মুগ্ধ। একই কথা লোকেশ রাহুলের ক্ষেত্রেও বলা যায়। চোট সারিয়ে প্রায় ৬-৭ মাস পর মাঠে ফিরলেও কেএল দারুণ ব্যাট করছে। সঙ্গে পুরো ৫০ ওভার কিপিং করে যাচ্ছে। শ্রেয়স চোট সারিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছে। এটা কিন্তু মুখের কথা নয়। বিশ্বকাপেও এই সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা পারফরম্যান্স বজায় রাখুক। এটাই চাই। তবে ফের বিশ্বকাপ জয় সম্ভব।”

ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথদের বিরুদ্ধে ৮ অক্টোবর কাপ যুদ্ধের অভিযান শুরু করবে ভারত। এর আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement