Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: টিম ইন্ডিয়ার সাজঘরে কীভাবে হল বিরাটের ৩৫তম জন্মদিন পালন? দেখুন ভাইরাল ভিডিও

কোহলির জন্য সাজঘরে 'বিরাট' পার্টি।

ICC ODI World Cup 2023: Team India celebrates Virat Kohli's birthday after record win over South Africa। Sangbad Pratidin

বিরাটকে কেকে খাইয়ে দিচ্ছেন পুরনো সতীর্থ জাদেজা।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 6, 2023 1:17 pm
  • Updated:November 6, 2023 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু আটে আট করে নিজেদের আরও শক্তিশালী হিসাবে তুলে ধরা নয়, টিম ইন্ডিয়ার (Team India) কাছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ম্যাচটা আরও দুটি কারণে স্পেশাল ছিল। একে তো বিরাট কোহলির ৩৫তম জন্মদিন (Virat Kohli 35th Birthday)। অন্যদিকে এমনই বিশেষ দিনে শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁয়ে সেরে ফেলেছিলেন একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান। এর সঙ্গে জুড়ে গিয়েছিল ক্রিকেটের নন্দনকাননের বাইশ গজে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয়। আর তাই গভীর রাত পর্যন্ত কিং কোহলির জন্মদিনের সেলিব্রেশনে মজেছিল ভারতীয় দল।

টিম হোটেলে পৌঁছতেই ফের চলে সেলিব্রেশন। এবার শুধু বিরাট একাই নন, তাঁর সঙ্গে কেট কাটেন রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। বিরাট যেমন ১২১ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন, ঠিক তেমনই ৩৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন জাড্ডু। দুজন এক সঙ্গে কেক কাটেন। তারপর একে অপরকে খাইয়েও দেন। সেই সময় ভারতীয় দলের সঙ্গেই উপস্থিত ছিলেন বিসিসিআই-এর (BCCI) সভাপতি রজার বিনি (Roger Binny) ও সচিব জয় শাহ (Jay Shah)। এছাড়াও ছিলেন রাজীব শুক্লা (Rajeev Shukla) সহ আরও অনেকে। মধ্যরাত পর্যন্ত চলে সেলিব্রেশন। আর সেখানেই দেখা যায় বিরাটকে কেক মাখাতে যান জাদেজা। কিন্তু বিরাট তাতে বারণ করেন। পুরো পার্টির মেজাজে চলে যান ক্রিকেটাররা।

Advertisement

[আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সেরা ফিল্ডার কে? নাম জানলে চমকে উঠবেন!]

 

এর আগে বিরাটের জন্মদিন উপলক্ষে মাঠেই তাঁর হাতে সোনার ব্যাট তুলে দিয়েছিলেন সিএবি (CAB) সভাপতি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সহযোগিতায় বিরাটের জন্য তৈরি হয়েছে একটি সোনার ব্যাট। তা দিয়েই বরণ করে নেওয়া হল তাঁকে। সেই ব্যাটে লেখা ছিল ‘শুভ জন্মদিন বিরাট’। নিচে ‘আপনি উৎসর্গের প্রতীক এবং একটি জীবন্ত প্রমাণ যে বয়স মাত্র একটি সংখ্যা’। বিরাট একটি বিশালাকার কেকও কাটেন যা বিশেষ করে বিরাটের স্ট্যাটিউট দিয়ে তৈরি ডার্ক চকোলেট কেকের উপরে নীল আইসিং দিয়ে।

সেমিফাইনালে জায়গা করে ভারতীয় দল আপাতত ছুটির মেজাজে থাকবে। আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

[আরও পড়ুন: ‘শুভ জন্মদিন বিরাট’, ৪৯তম শতরানকারী কোহলিকে সোনার ব্যাট দিল সিএবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement