Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বিরাটের রেকর্ড ভেঙেও বোলারদের প্রশংসায় মজে নির্লিপ্ত রোহিত

ফর্মের তুঙ্গে থাকলেও সাবধানী রোহিত।

ICC ODI World Cup 2023: Team India captain Rohit Sharma lauds bowlers after break Virat Kohli record against arch rivals Pakistan। Sangbad Pratidin

বাইশ গজে দাপট দেখাচ্ছেন রোহিত ও বিরাট। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 14, 2023 9:58 pm
  • Updated:October 14, 2023 9:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে অল্পের জন্য অষ্টম শতরান হাতছাড়া করেছেন। মারমুখী মেজাজে ব্যাট করে থামলেন ৬৩ বলে ৮৬ রানে। তাঁর ইনিংস ৬টি চার ও ৬টি ছক্কা সাজানো ছিল। পাকিস্তানের (Pakistan) বোলিংকে ক্লাবস্তরে নামিয়ে দেওয়া রোহিত শর্মা (Rohit Sharma) এদিন শুধু টিম ইন্ডিয়াকে (Team India) জয় এনে দিয়ে ক্ষান্ত থাকলেন না। চলতি বিশ্বকাপে বিরাট কোহলির (Virat Kohli) বিশেষ একটি রেকর্ড ভেঙে দিলেন। তবে এমন পারফরম্যান্স করে চলতি কাপ যুদ্ধে জয়ের হ্যাটট্রিক করলেও, ভারতের অধিনায়ক কিন্তু নির্লিপ্ত। তাঁর মুখে শুধুই বোলারদের প্রশংসা।

মহারণের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত বলেন, “দলের প্রত্যেক বোলার অসধারণ পারফরম্যান্স করেছে। কারণ একবারও দেখে মনে হয়নি যে এটা ১৯০ রানের পিচ। একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান অনায়াসে ২৮০ রান করে দেবে। কিন্তু যেভাবে বোলাররা দায়িত্ব পালন করল সেটা অনবদ্য। তাই বোলারদের জন্য অধিনায়ক হিসাবে আমি গর্বিত। ছয় বোলার আমার মানসিক চাপ কমিয়ে দিচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানকে হেলায় হারিয়ে খুঁত খুঁজে বের করলেও কোন মন্ত্রে এগিয়ে যাচ্ছে ভারত? জানালেন হার্দিক]

এদিকে এদিন শতরান না পেলেও, অধিনায়ক হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান সেরে নিলেন হিটম্যান। ২০১৯ সালের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে ৭৭ রান করেছিলেন বিরাট। কাপ যুদ্ধের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সেটাই ছিল ভারতের কোনও অধিনায়কের সর্বাধিক স্কোর। তবে সেই রেকর্ড এদিন নিজের করে নিলেন হিটম্যান।

আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রান করার পর, এবার পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক মেজাজে করলেন ৮৬ রান। একইসঙ্গে জয়ের হ্যাটট্রিক করে লিগ তালিকার শীর্ষে চলে গেল ভারত। তবুও রোহিত কিন্তু পা মাটিতেই রাখতে চাইছেন।

তিনি ফের যোগ করেন, “জিতলে অবশ্যই ভালো লাগে। তবে এখনই বাড়তি উচ্ছ্বাস দেখাতে রাজি নই। জিতলেই আনন্দে ভেসে যাব, আর হারলে গোমড়া মুখে বসে থাকব এমনটা কিন্তু ব্যাপারটা নয়। বিশ্বকাপ একটা লম্বা প্রতিযোগিতা। লিগে ৯টা ম্যাচ রয়েছে। তার উপর সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। দলের ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে আমাদের।”

[আরও পড়ুন: মগজাস্ত্রই আসল! চোট সারিয়ে কামব্যাকের রহস্য কী? জানালেন পাক ম্যাচের নায়ক বুমরাহ]

শেষ বার ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। এর পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে সেমি ফাইনাল থেকে ভারতকে বিদায় নিতে হয়েছে। এমনকি তাঁর অধিনায়কত্বে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল হেরেছে ভারত। তাই রোহিত ও তাঁর সতীর্থরা এবার ঘরের মাঠে বাড়তি সতর্ক হয়ে রয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement