Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: জিতলেও বাড়ছে বিতর্ক! কোন দুই ব্যাটারের উপর চটে লাল গাভাসকর?

খুবই বিরক্ত সুনীল গাভাসকর।

ICC ODI World Cup 2023: Sunil Gavaskar was unhappy over the intent of Shubman Gill and Shreyas Iyer। Sangbad Pratidin

ক্ষোভ চেপে রাখতে পারলেন না সুনীল গাভাসকর। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 20, 2023 4:36 pm
  • Updated:October 20, 2023 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটিং-বোলিং-ফিল্ডিং। সব বিভাগে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া (Team India)। ‘চারে চার’ করে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমি ফাইনালের অনেক কাছে রোহিত শর্মার (Rohit Sharma)’মেন ইন ব্লু’ ব্রিগেড। পুণে স্টেডিয়ামে বাংলাদেশকে (Bangladesh) সাত উইকেটে হারিয়ে শক্তি দেখিয়েছে ভারত। তবে সুনীল গাভাসকর (Sunil Gavaskar) কিন্তু দলের দুই ব্যাটার শুভমান গিল (Shubman Gill) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মানসিকতা দেখে এবার ব্যাপক চটে গেলেন। সেট হয়ে যাওয়ার পরেও কেন দুই ব্যাটার বারবার উইকেট ছুড়ে দিচ্ছেন? সেই প্রশ্ন এবার তুলে দিলেন ‘লিটল মাস্টার’।

টাইগার্সদের বিরুদ্ধে সেট হয়েও শুভমান ৫৫ বলে ৫৩ রানে আউট হন। অন্যদিকে শ্রেয়স ফের একবার নিজের উইকেটের মূল্য বুঝতে ব্যর্থ হলেন। আউট হলেন ২৫ বলে ১৯ রানে। দুই ব্যাটারের এমন ভাবে আউট হওয়া দেখার পরেই সানি মাইক হাতে গর্জে ওঠেন। সটান বলে দেন, “তোমরা ভারতীয় দলের জন্য খেলতে নেমেছিলে। সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। শ্রেয়স ১৯ রানে ব্যাট করার সময় ধৈর্য হারাল! শুভমান ৫৩ রানে সেট হয়ে যাওয়ার পরেও আউট হয়ে গেল! তরুণদের হচ্ছেটা কি!”

Advertisement

[আরও পড়ুন: কোহলির ৪৮তম ওডিআই শতরান নিয়ে ‘বিরাট’ বিতর্ক বাড়ালেন ভাজ্জি! কী বললেন?]

দুই তরুণকে বকাঝকা করতে গিয়ে বিরাট কোহলির উদাহরণ টেনে এনেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রবল চাপের মুখে বিরাট করেছিলেন ৮৫ রান। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ৫৫ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সেই রাতে ১৬ রানে থামতে হয়েছিল বিরাটকে। তবে এবার তিনি থামলেন না। বরং ৪৮তম শতরান করে বাংলাদেশকেই থামিয়ে দিলেন ‘চেজ মাস্টার’। ৯৭ বলে ১০৩ রান করলেন বিরাট। মারলেন ৬টি চার ও ৪টি ছক্কা।

বিরাটের এমন ইনিংস মনে করিয়ে দিয়ে সানি ফের বলেন, “বিরাট কিন্তু এভাবে উইকেট ছুড়ে আসে না। ওকে আউট করতে বোলারদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এবং ভারতীয় দলে নিয়মিত জায়গা ধরে রাখতে হলে এভাবেই বাকিদের পরিশ্রম করা উচিত। শুভমান তাও চলতি বছর একাধিক শতরান করেছে। কিন্তু শ্রেয়সের ঝুলিতে কটা শতরান আছে? ওকে তো নিজের ব্যাটিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত।”

[আরও পড়ুন: দুরন্ত ক্যাচের জন্য সেরা ফিল্ডারের পুরষ্কার পেলেন জাদেজা, ‘অসন্তুষ্ট’ লোকেশ রাহুল! কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement