Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বড় রানের খোঁজে শুভমান, কীভাবে অনুশীলন সারলেন ‘প্রিন্স’?

শতরানের খোঁজে শুভমান গিল।

ICC ODI World Cup 2023: Shubman Gill trains against short ball ahead of England match। Sangbad Pratidin

অনুশীলনে খোশমেজাজে শুভমান গিল। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 27, 2023 7:59 pm
  • Updated:October 27, 2023 7:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই সবার উত্তরণ ঘটে না। তবে শুভমান গিল (Shubman Gill) যে সবার থেকে আলাদা। ক্রিজে টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার ব্যাট হাতে নামলেই, নিশ্চিন্তে থাকে ড্রেসিংরুম। এহেন ‘নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট’ নিজের প্রথম বিশ্বকাপেই (ICC ODI World Cup 2023) এক অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন। তবে এখনও পর্যন্ত ব্যাটে বড় রানের দেখা নেই। আর তাই সেই খোঁজে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নামার আগে ভেজা টেনিস বলে অনুশীলন সেরে নিলেন তিনি।

ডেঙ্গির জন্য চলতি কাপ যুদ্ধের প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করেছিলেন। এর পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভালোভাবেই করেছিলেন। তবে কাঙ্খিত বড় রান আসেনি। তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ১৬, ৫৩, ২৬। আর তাই এবার চাপে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেকে মেলে ধরার জন্য শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে বিশেষ ভাবে অনুশীলন সারলেন।

Advertisement

[আরও পড়ুন: কোন মন্ত্রে কামব্যাক করলেন মহম্মদ শামি? টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলে জানালেন ছোটবেলার কোচ]

জস বাটলার-বেন স্টোকসদের বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে পর্যন্ত ৩৮টি একদিনের ম্যাচে ২০১২ রান করেছেন শুভমান। গড় ৬২.৮৭ গড়। স্ট্রাইক রেট ১০২.৬০। সঙ্গে রয়েছে ৬টি শতরান ও ১০টি অর্ধ শতরান। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। এদিকে চলতি বছর ৫০ ওভারের ফরম্যাটে তাঁর পারফরম্যান্স আরও দেখার মতো। ২৩টি ম্যাচে তাঁর রান ১৩২৫ রান। গড় ৬৬.২৫। স্ট্রাইক রেট ১০৪.৪৯। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৬টি অর্ধ শতরান। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। গত তিন ম্যাচে শতরানের মুখ না দেখলেও, বাইশ গজে তাঁকে সাবলীল দেখাচ্ছিল। সাহেবদের বিরুদ্ধে পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া শুভমান।

[আরও পড়ুন: লখনউয়ে কোহলির সেঞ্চুরি চান না এক প্রাক্তন ভারতীয় তারকা, কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement