Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: পেশির টানে ৭৯ রানে আহত হওয়া শুভমান কখন মাঠে ফিরতে পারবেন?

ফের ব্যাট করতে পারবেন শুভমান?

ICC ODI World Cup 2023: Shubman Gill retires hurt due to cramps against New Zealand in the semifinal। Sangbad Pratidin

আহত হয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাজঘরে যাচ্ছেন শুভমান গিল। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 15, 2023 4:46 pm
  • Updated:November 15, 2023 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) ২৯ বলে ৪৭ রানে ফেরার পর থেকেই মারমুখী মেজাজে ব্যাট করছিলেন শুভমান গিল ( Shubman Gill)। ব্যাট চালিয়ে অর্ধশতরানও সেরে নিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। তবে ৬৫ বলে ৭৯ রানে ব্যাট করার সময় মুম্বইয়ের অসহ্য গরমে তাঁর পেশিতে ক্র্যাম্প ধরে। চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দারুণ ব্যাট করলেও, শুভমান মাঠ ছাড়তে বাধ্য হন।

কিন্তু প্রশ্ন হল শুভমান কি আদৌ মাঠে নামতে পারবেন? কী বলছে এমসিসি-র (MCC) নিয়ম? এমসিসি-র ২৫.৪.২ ধারায় শুভমান আবার ব্যাট করতে নামতে পারবেন। ভারতীয় দল দ্বিতীয় উইকেট হারালেই ব্যাট করতে ক্রিজে যেতে পারবেন শুভমান। কিংবা দলের অন্য কোনও ব্যাটার আহত অবসৃত হয়ে মাঠ ছাড়লেও, শুভমান ব্যাট করতে নামতে পারবেন।

Advertisement

[আরও পড়ুন: ‘রাউডি’ রোহিতের ব্যাটিং দেখে এ কী মন্তব্য! হর্ষ ভোগলেকে নিয়ে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া]

অবসৃত হওয়ার মুহূর্তে ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন তিনি। ২৩তম ওভারের চতুর্থ বলে রান নেওয়ার সময় পায়ের পেশিতে টান লাগে শুভমানের। মাঠেই শুশ্রূষা করতে নেমে আসেন ফিজিও। কিন্তু শুভমান আর ব্যাট করতে পারছিলেন না। তাঁকে মাঠ ছেড়ে বার হয়ে যেতে হয়। তবে এমসিসির নিয়ম অনুযায়ী শুভমন ব্যাট হাতে ফের মাঠে নামতে পারবেন।

[আরও পড়ুন: সেমিফাইনালে দুরন্ত হাফসেঞ্চুরি, তবু সারার কাছে হার শুভমানের, ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement