Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘কিং কোহলি’-র ৩৫তম জন্মদিনে ‘প্রিন্স’ শুভমানের শুভেচ্ছা, দেখুন ভাইরাল ভিডিও

বিরাটকে শুভেচ্ছা জানালেন শুভমান।

ICC ODI World Cup 2023: Shubman Gill leads birthday wish for Virat Kohli, video gone viral। Sangbad Pratidin

অনুশীলনে খোশমেজাজে বিরাট ও শুভমান। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 5, 2023 12:43 pm
  • Updated:November 5, 2023 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন অনেক বছর আগেই বিশ্ব ক্রিকেটে ‘কিং কোহলি’ আখ্যা পেয়েছেন। আর একজনকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। আজ বিরাট কোহলির (Virat Kohli) ৩৫তম জন্মদিন। এমন বিশেষ দিনে আবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। এমন মুহূর্তকে আরও রাঙিয়ে তোলার জন্য এবার বিরাটকে শুভেচ্ছা জানালেন শুভমান গিল (Shubman Gill)। সেই ভিডিও আইসিসি সোশাল মিডিয়াতে তুলে ধরেছে।

শুভমান বলেছেন, “বিরাটের ভাইয়ের সবচেয়ে বড় গুণ হল ওঁর মধ্যে রান করার খিদে এখনও একই রকম বজায় রয়েছে। ওঁর মতো প্যাশন আর কারও মধ্যে দেখতে পাইনি।”

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

[আরও পড়ুন: জন্মদিনেই কি ৪৯তম শতরান? ইডেনে কেমন রেকর্ড বিরাটের?]

শুধু শুভমান নয়, হেড কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে জশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পাণ্ডিয়ার মহাতারকাকে শুভেচ্ছা জানিয়েছেন। বুমরাহ বলেছেন, “বিরাটের মধ্যে লড়াই করার তাগিদ একইরকম আছে। তাই এত বছর খেলেও ফর্মের তুঙ্গে রয়েছে বিরাট ভাই। আর তাই আমরা সবাই ওর কাছে নিয়মিত শিখেই যাচ্ছি।”

হার্দিকের বক্তব্য, “দলের ফিটনেস কালচার কীভাবে আমদানি করতে হয় সেটা আমাদের বিরাট শিখিয়েছে। বিরাট ক্রিকেটের বাইরে আর কিছুই বুঝতে পারে না। সেটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে।”

অধিনায়ক বিরাটের যুগে বেশ কয়েকটি টেস্টে বাদ গিয়েছিলেন অশ্বিন। সেটা নিয়ে দুই ম্যাচ উইনারের সম্পর্কের মধ্যে নাকি ফাটল ধরেছিল! সেই অশ্বিনও তাঁর সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বিরাটের প্রতি মুগ্ধ দ্রাবিড়।

[আরও পড়ুন: মহা ম্যাচে কেমন হবে ইডেনের পিচ? ভারতীয় দলের প্রথম একাদশে কারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement