Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: সেমিফাইনালে উলটে চাপে থাকবে রোহিতের ভারত! ‘মাইন্ড গেম’ শুরু করে দিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন তারকা সতীর্থ

নিউজিল্যান্ডকে হারাতে পারবে ভারত?

ICC ODI World Cup 2023: Ross Taylor backs Kane Williamson's New Zealand to end Team India's dominant run at World Cup। Sangbad Pratidin

লিগ পর্বের ম্যাচে চাপে থাকলেও, দাপটের সঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 14, 2023 5:01 pm
  • Updated:November 14, 2023 5:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ‘নয়ে নয়’ করে সেমিফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষ নিউজিল্যান্ড (New Zealand)। এবারের কাপযুদ্ধের ২২ অক্টোবর। ধরমশালা স্টেডিয়ামের বাইশ গজে সেবার কিউইদের ৪ উইকেটে হারিয়ে দিয়েছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। যদিও ২০১৯ সালের বিশ্বকাপের রানার্স দলের অন্যতম সদস্য রস টেলর (Ross Taylor) মনে করেন, নক আউট ম্যাচ বলে এবারও চাপে থাকবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত।

রস টেলর বলেন, “চার বছর আগেও সেবারের সেমিফাইনালে ভারতই ফেভারিট দল হিসেবেই খেলতে নেমেছিল। অন্যদিকে আমাদের লক্ষ্য ছিল ভালো রানরেট রেখে এগিয়ে যাওয়ার। এবারের বিশ্বকাপেও ভারতের পারফরম্যান্স খুবই ভালো। নিজেদের মাঠে খেলা। তার উপরে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। গ্রুপ পর্বে তো দুরন্ত ফর্মে ছিল তারা। আমাদের দল হিসাবে হারানোর কিছু নেই। আর এমন পরিস্থিতিতে কিন্তু নিউজিল্যান্ড দল ভয়ঙ্কর হয়ে ওঠে। সেটা ভারতীয় দল জানে। তাই উলটে ভারতই চাপে থাকবে।”

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে সারা-শুভমানের অভিসার! সত্যিটা কী? জেনে নিন]

Mahendra Singh Dhoni
চার বছর আগের সেমিফাইনালে ধোনি রান আউট হতেই হেরে যায় ভারত। ফাইল ছবি
শুধু তো গত বিশ্বকাপ নয়। ২০২১ সালের বিশ্ব টেস্ট ফাইনালেও এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই হারতে হয়েছিল ভারতকে। আইসিসি ইভেন্টের সেই দুটি নকআউট ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। সেই দুটি জয় মনে করিয়ে রস টেলর ফের যোগ করেছেন, “নকআউট পর্বে ভারত সবসময় আমাদের বিরুদ্ধে নার্ভাস থাকে। কারণ সেই ম্যাচে আমরা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছি। ২০১৯ সালেও ব্যাপারটা এমনটাই ছিল। আমার  আশা এবারও আমাদের দলই শেষ হাসি হাসবে।”

তবে ভারতের পারফরম্যান্স নকআউট পর্বে খারাপ হলেও, এবার কিন্তু ব্যাটার থেকে বোলার সবাই ছন্দে রয়েছেন। সেটা মনে রেখে রস টেলর বলেন, “আসলে দুই ইনিংসের প্রথম ১০ ওভার খুবই গুরুত্বপূর্ণ। ভারত ব্যাট করলে আমরা চাইব যাতে ওদের ২-৩ উইকেট পড়ে যায়। তাহলেই তারা চাপে থাকবে। কারণ টপ অর্ডারের প্রথম তিন জনের উপর ওরা খুব ভরসা করে। শুভমান গিলের সঙ্গে রোহিত এবং বিরাট কোহলি দারুণ ফর্মে রয়েছে। তেমন বল হাতে ভালো পারফরম্যান্স করছেন জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। ওরা কিন্তু বেগ দেবেই।”

[আরও পড়ুন: সেমিফাইনাল মানেই ব্যর্থতা! ওয়াংখেড়েতে কি ইতিহাস বদলাতে পারবেন রোহিত-বিরাট?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement