Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বিরাট-রোহিতদের ফিট রাখতে কোন বিশেষ সিদ্ধান্ত নিল বিসিসিআই?

বিরাট-রোহিতদের স্বস্তি দিচ্ছে বিসিসিআই।

ICC ODI World Cup 2023: Rohit Sharma, Virat Kohli and others member of Team India set for family break ahead of England match। Sangbad Pratidin

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 20, 2023 7:23 pm
  • Updated:October 20, 2023 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ইতিমধ্যেই ‘চারে চার’ করে সেমি ফাইনালের খুব কাছে টিম ইন্ডিয়া (Team India)। বাংলাদেশকে (Bangladesh) সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবলে নেট রান রেটে আপাতত দ্বিতীয় স্থানে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ধরমশালায় নামবেন লোকেশ রাহুল (Lokesh Rahul)-জশপ্রীত বুমরাহরা (Jasprit Bumrah)। এর পর ২৯ অক্টোবর ইংল্যান্ডের (England) মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। ফলে মাঝে রয়েছে এক সপ্তাহ সময় রয়েছে। সেইজন্য ক্রিকেটারদের পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি দেওয়ার কথা ভাবছে বিসিসিআই (BCCI)।

কিন্তু কাপ যুদ্ধের মাঝে কেন ছুটি পাবেন তারকারা? আসলে সেই এশিয়া কাপের আগে থেকেই পরিবার ছেড়ে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বেঙ্গালুরুতে শিবির করেই উড়ে যান শ্রীলঙ্কায়। এর পর এশিয়া কাপ মিটতেই শুরু হয়ে গিয়েছিল বিশ্বকাপের প্রস্তুতি। তাই সেভাবে আর দীর্ঘ সময়ের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি। বিশ্বকাপে ভারতের যা সূচি, কার্যত সারা দেশ ঘুরে বেড়াতে হচ্ছে। সূচি অনুসারে ভারত একমাত্র দল যারা গোটা দেশ ঘুরে ম্যাচ খেলছে। আর তাই ক্রিকেটারদের কথা মাথায় রেখে তাঁদের কয়েকদিনের ছুটি দিতে চায় ভারতীয় বোর্ড।

Advertisement

[আরও পড়ুন: বেঙ্গালুরুতে ‘দিল দিল পাকিস্তান’ বাজতেই মিকি আর্থারকে ট্রোল করলেন আকাশ চোপড়া]

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, দুই ম্যাচের মাঝে হাতে সাতটা দিন রয়েছে। এই সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজারা। শোনা যাচ্ছে ২৬ অক্টোবর লখনউতে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছ। সেখানেই সকলে মিলিত হবেন, এমনটাই স্থির হয়েছে। ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ভাবে চাঙ্গা রাখার জন্যই ছুটি দেওয়ার ভাবনায় বিসিসিআই। এমনটাই শোনা গিয়েছে।

[আরও পড়ুন: শতরানের জন্য সত্যি কি বিরাটকে সাহায্য করলেন আম্পায়ার? কী বলছে আইসিসি-র নতুন নিয়ম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement