Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: কোন মন্ত্রে সম্ভব হল নয়ে-নয়? অকপটে জানালেন রোহিত

সেমিফাইনাল জয়ের লক্ষ্যে রোহিতের ভারত।

ICC ODI World Cup 2023: Rohit Sharma reveals secret behind Team India's unbeaten run in league stage। Sangbad Pratidin

রোহিতের চোখে শুধুই বিশ্বকাপ জয়। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 13, 2023 9:41 am
  • Updated:November 13, 2023 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া (Australia), পাকিস্তান (Pakistan) থেকে ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand)। চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) লিগ পর্বে একের পর এক শক্তিশালী দলকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ‘নয়ে নয়’ করার এবার ভারতের লক্ষ্য সেমিফাইনাল জয়। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের (Kane Williamson) সেই কিউই দল। যে দলের কাছে চার বছর আগে হেরে বিদায় নিতে হয়েছিল। দীপাবলির রাতে অবশ্য মন খারাপ করা অতীত মনে রাখতে চাইছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। বরং ১৫ নভেম্বর কিউইদের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডয়ামের বাইশ গজে নামার আগে রোহিতের মুখে শুধুই দলের জয়গান।

২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে ফাইনাল পর্যন্ত গিয়েছিল ভারত। সেবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারলেও, এর আগে টানা ৮ ম্যাচ জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। কিন্তু এবার কোন ছকে পরপর ৯ ম্যাচ জিতলেন বিরাট কোহলি (Virat Kohli)-শুভমান গিলরা (Shubman Gill)? রোহিত বলছেন, “আমাদের দলের প্রত্যেকে পরস্পরের সঙ্গ উপভোগ করছি। এমনকি মাঠেও হালকা মেজাজে থাকি। আসলে সাজঘরে একটা পরিবেশ বজায় রাখতে চাই। সাজঘরের পরিবেশ ভালো হলে, পারফরম্যান্স ভালো হয়। এটাই স্বাভাবিক।” এর পর কিছুটা থেমে সেই ২০১১ সালের কথা মনে করিয়ে দেন হিটম্যান। তিনি ফের বলেন, “সেবারের মতো এবারও আমরা দেশের মাটিতে খেলছি। প্রত্যাশা থাকবে। সকলেই সেটা জানি। নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। প্রতিনিয়ত দলের মধ্যে এই আলোচনা হয়।”‘

Advertisement

[আরও পড়ুন: সেমিফাইনালের চাপ সামলে নেবেন রোহিত-বিরাটরা, আশাবাদী রাহুল দ্রাবিড়]

৮ অক্টোবর। সেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে জিতে কাপ যুদ্ধের অভিযান শুরু করেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এর পর থেকে পরপর জয়। লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারালেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)-জশপ্রীত বুমরাহরা (Jasprit Bumrah)। রোহিত ফের বলেন, “আমরা শুধু প্রতিটা ম্যাচ নিয়ে আলাদাভাবে চিন্তা করতাম। আমাদের একাধিক ভেন্যুতে খেলতে হয়েছে। প্রতিটি স্টেডিয়ামের পিচের চরিত্র একেবারেই আলাদা। সেভাবেই আমরা প্রথম একাদশ সাজিয়েছিলাম। এবং সবচেয়ে ভালো বিষয় হল সবাই নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল।”

বাকি আর মাত্র দুই ম্যাচ। যদিও ফাইনাল খেলতে হলে সেমিফাইনালের বাধা টপকাতেই হবে। রোহিত ও তাঁর সতীর্থরা সেটা জানেন। এটাও জানেন যে, শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে হারলেই সমালোচনার ঝড় উঠবে। তাই ফের আর একটা নতুন ম্যাচ নিয়েই ভাবতে চাইছেন ভারত অধিনায়ক।

[আরও পড়ুন: ডাচদের বিরুদ্ধে শতরানের সঙ্গে জোড়া রেকর্ড! কী বলছেন লোকেশ রাহুল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement