Advertisement
Advertisement
Hardik Pandya

ICC ODI World Cup 2023: বিশ্বকাপ জেতার জন্য রোহিতের বাজি হার্দিক, স্পষ্ট জানিয়ে দিলেন অধিনায়ক

হার্দিকের উপর বাজি ধরলেন রোহিত।

ICC ODI World Cup 2023: Rohit Sharma hinges on star all rounder Hardik Pandya for Team Indias World Cup bid। Sangbad Pratidin

হার্দিকের দিকে তাকিয়ে রয়েছে রোহিত। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 5, 2023 9:27 pm
  • Updated:September 5, 2023 9:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) স্মৃতি এবার ফিরিয়ে আনতে পারবে টিম ইন্ডিয়া (Team India)? সেই ইস্যুর মধ্যেই হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে বড় মন্তব্য করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলে (IPL) অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। এছাড়াও জাতীয় দলের জার্সিতে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছিলেন। এদিন দল ঘোষণার সময় হার্দিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়কও জানিয়ে দিলেন যে তারকা অলরাউন্ডার ছন্দে থাকলে ভারতীয় দলের পক্ষে খেতাব জয়ের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।

সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানান, “হার্দিকের উপস্থিতি ও তাঁর ফর্মে থাকাটা দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে ব্যাটিং হোক বা বোলিং, হার্দিকের পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকেই। বল হাতেও গুরুত্বপূর্ণ মাঝের ওভারে এসে উইকেট তুলে দিচ্ছে ও। আমাদের বিশ্বকাপ জিততে হলে হার্দিকের ভাল পারফর্ম করাটা খুবই জরুরি।”

Advertisement

[আরও পড়ুন: টিম ইন্ডিয়া নয়, জার্সিতে লেখা হোক ‘ভারত’, বিসিসিআই-এর কাছে দাবি করলেন বীরু]

রোহিতের অনুপস্থিতিতে হার্দিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। চলতি এশিয়া কাপে বৃষ্টিবিঘ্নিত ভারত -পাক ম্যাচে ভারতীয় দল যখন ৬৬ রানে ৪ উইকেট হারিয়েছিল, সেই সময় ব্যাট হাতেও ঈশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে ভরসা জুগিয়েছেন তিনি। রোহিত বলছেন, ”পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আপনারা সবাই দেখেছেন যে কীভাবে হার্দিক-ঈশান জুটি দলের স্কোরবোর্ডকে সচল রেখেছিল। ২ জনে মিলে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্টকে সামলেছিল সেদিন দারুণভাবে। এছাড়াও গত বছরে হার্দিক বল হাতেও অনেক ম্যাচে আমাদের ভরসা জুগিয়েছে।”

[আরও পড়ুন: ‘শচীন দারুণ, তবে দ্রাবিড় বল রিড করতে পারেনি’ বায়োপিকের প্রচারে বিস্ফোরক মুথাইয়া মুরলীধরন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement