ম্যাচের টার্নিং পয়েন্ট। স্টিভ স্মিথকে বোল্ড করে উল্লাসে মত্ত রবীন্দ্র জাদেজা। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কাছে বারবার পরাস্ত হয়েছেন স্টিভ স্মিথ (Steve Smith)। হ্যাঁ আমরা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) কথা বলছি। আন্তর্জাতিক মঞ্চের সব ফরম্যাটে এই নিয়ে অস্ট্রেলিয়ার (Australia) তারকা ব্যাটারকে মোট ১১বার আউট করলেন ‘স্যর জাদেজা’। কিন্তু কোন ছকে টিম ইন্ডিয়ার (Team India) অলরাউন্ডার চিপকের (Chepauk Stadium) বাইশ গজে স্টিভ স্মিথকে এবার বোল্ড করলেন? সেই তথ্য অবশ্য সংবাদমাধ্যমের কাছে তুলে ধরতে নারাজ জাড্ডু। চলতি বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান ৬ উইকেটে জয় দিয়ে শুরু করেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। এর পরেই সাংবাদিক বৈঠকে এসে এমন মজার মন্তব্য করলেন জাদেজা।
সাংবাদিক বৈঠকে এসে জাদেজাকে এমনই প্রশ্ন করেছিলেন এক অজি সাংবাদিক। তাঁর মজার প্রতিক্রিয়া ছিল, “না। এই প্রশ্নের কোনও জবাব আমি দেব না। আমার জবাব ইংরেজিতে ছেপে দেবেন। এবং সেটা অজি শিবির আমার প্ল্যান ধরে ফেলবে। তাই গোপনীয়তা বজায় থাকুক।”
তাঁর রাজ্য দল সৌরাষ্ট্র (Saurastra)। তবে ঘরের মাঠ রাজকোট স্টেডিয়াম (Rajkot Stadium) নয়! বরং জাদেজার কাছে ‘ঘরের মাঠ’ বলতে এক ও অদ্বিতীয় এম এ চিদাম্বরম স্টেডিয়াম (MA Chidambaram Stadium)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে এই চিপকে দীর্ঘ ১১ বছর ধরে খেলছেন। এমন ঘূর্ণি পিচকে যে তিনি হাতের তালুর মতো চেনেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন ‘স্যর জাদেজা’। আর তাই ঠিক তাই হল। ‘জাড্ডু’-র অসাধারণ বোলিং ফিগার দেখার মতো। ১০-২-২৮-৩।
চিপকের বাইশ গজে তিনি বরাবরই সফল। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকল। জাদেজা ফের বলেন, “পরিকল্পনা ছিল উইকেট সোজা বল করব। তারপর টার্ন হলে ভালো, আর না হলে তা আরও বেশি কার্যকর হতে পারে। সৌভাগ্য বশত, স্মিথের আউটে বল অনেক বেশি টার্ন হয়েছে। আমার মনে হয়েছিল, এটা পুরোপুরি টেস্ট ম্যাচের পিচ। সুতরাং, কোনও পরীক্ষায় না গিয়ে উইকেট সোজা বোলিং উচিত বলেই মনে হয়েছিল। সেটা বজায় রেখেই সাফল্য পেলাম।”
জাদেজার তিন শিকারি স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি। এর মধ্যে কাকে আউট করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন? জাদেজা সেই তুলনায় যেতে রাজি নন। যদিও ক্রিকেট পণ্ডিতদের মতে, স্মিথকে বোল্ড করাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। কোন ছকে স্মিথকে ফিরিয়েছিলেন? সেটাই জানালেন তিনি।
জাদেজা যোগ করেন, “আমি বরাবরের মতো উইকেট লক্ষ্য করেই বোলিং করার পরকিল্পনা নিয়েছিলাম। তবে এই পিচে বল শুরু থেকেই টার্ন করছিল। তাই কোন বলটা বাইরে যাবে সেটা নিয়ে আমার নিজেরও ধারণা ছিল না।”
একইসঙ্গে এমন সাফল্য পেয়ে জোড়া রেকর্ড গড়লেন জাদেজা। আন্তর্জাতিক মঞ্চে অজিদের বিরুদ্ধে সব ফরম্যাটে ১০০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে জাদেজা তিন নম্বরে জায়গা করে নিলেন। তবে ৪১ ম্যাচে ১২৮ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। ৩৭ ম্যাচে ১০২ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন হরভজন সিং (Harbhajan Singh)। ৪০ ম্যাচে ১০২ নিলেন জাদেজা।
অবশ্য আরও একটি রেকর্ড বাকি আছে। এর আগে বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে ভারতের স্পিনারদের সেরা পারফরম্যান্স ছিল মনিন্দর সিংয়ের (Maninder Singh)। ১৯৮৭ সালের বিশ্বকাপে দিল্লির মাঠে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন প্রাক্তন বাঁহাতি স্পিনার। এবার চেন্নাইতে ২৮ রানে ৩ উইকেট নিয়ে মনিন্দরকে ছুঁলেন জাড্ডু। প্রথম ম্যাচেই ফর্ম দেখিয়েছেন জাদেজা। আগামী ম্যাচগুলোতে এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিপক্ষ দলগুলোর পক্ষে জাদেজাকে আটকে রাখা কঠিন হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.