জাদেজার ক্যাচ ধরার সেই মুহূর্ত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে তিনি বিশ্ব ক্রিকেটে সেরা ফিল্ডার। হ্যাঁ রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) কথা বলা হচ্ছে। কভার, মিড উইকেট, স্কোয়ার লেগ কিংবা লং অন, লং অফ সব জায়গায় ‘স্যর জাদেজা’ অনবদ্য। ফিল্ডার হিসাবে তিনি কতটা আগ্রাসী মানসিকতার, সেটা চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে বোঝা গেল (CWC 2023 IND vs BAN)। পয়েন্টে দাঁড়িয়ে একেবারে বাজপাখির মতো উড়ে ক্যাচ ধরলেন তিনি। মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) সেই ক্যাচ ধরেই টিম ইন্ডিয়ার (Team India) ফিল্ডিং কোচ টি. দিলীপের (T Dilip) দিকে তাকিয়ে অদ্ভুত সেলিব্রেশন করলেন। সোশাল মিডিয়ার সৌজন্যে সেই মুহূর্ত ভাইরাল হতে সময় লাগেনি।
শরীরকে শুন্যে ভাসিয়ে ক্যাচ নিয়েই সেরা ফিল্ডারের মেডেল চেয়ে বসেন তারকা অলরাউন্ডার। ধারাভাষ্যকার থেকে শুরু করে নেট দুনিয়া, সব জায়গায় তখন একটাই চর্চা, তাহলে কি এবার লোকেশ রাহুলের (Lokesh Rahul) কাছ থেকে সেরা ফিল্ডারের মেডেল জাড্ডু ছিনিয়ে নেবেন। কারণ উইকেটকিপার লোকেশ রাহুল যে কিছুক্ষণ আগে বাঁদিকে উড়ে মহম্মদ সিরাজের (Mohammad Siraj) বলে মেহেদী হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) ক্যাচ ধরেছিলেন।
View this post on Instagram
ইনিংসের বিরতির মাঝে সেই ক্যাচে প্রসঙ্গ চলে এসেছিল। প্রশ্ন শুনে জাদেজা মজা করে বলেন, “ক্যাচ নিয়ে সেই বিশেষ সেলিব্রেশন দলের ফিল্ডিং কোচের জন্য ছিল। এবারের বিশ্বকাপের প্রতি ম্যাচেই আমাদের দলের তরফ থেকে সেরা ফিল্ডারকে মেডেল দেওয়া হচ্ছে। তাই ওকে ইশারায় বুঝিয়ে দিলাম যে, এবার কিন্তু আমিও মেডেল জেতার দৌড়ে আছি।”
🏅 Tonight’s post-game Medal ceremony in the dressing room is going to be 🔝
Any guesses who’s getting the best fielder award for #INDvBAN? 😉#CWC23 | #TeamIndia | #MenInBlue pic.twitter.com/Hg7vmv2rDT
— BCCI (@BCCI) October 19, 2023
বাংলাদেশের ইনিংসের বয়স তখন ৪২.৩ ওভার। অফসাইডের বাইরের দিকে বল করেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মুশফিকুর রহিম যতটা ভেবেছিলেন, সেটার থেকে কিছুটা বেশি উপরে উঠে আসে বলটা। সেই পরিস্থিতিতে পয়েন্ট দিয়ে বলটা মারার চেষ্টা করেন। তবে সেখানে মুশফিকুরের সম্ভবত মনে ছিল না যে পয়েন্টে জাদেজাকে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। জাদেজা নিজের ডানদিকে ঝাঁপিয়ে শূন্যে ভেসে দুর্দান্ত ক্যাচ ধরেন। মাঠের সঙ্গে প্রায় সমান্তরাল হয়ে সেই ক্যাচটা ধরেন ভারতের তারকা স্পিনার। তারপরই সেলিব্রেশনে মেতে ওঠেন। আর সেলিব্রেশনেও বেশ অভিনবত্ব ছিল। সেরা ফিল্ডার হওয়ার জন্য এবার বিশ্বকাপে ভারতীয় দল থেকে যে পদক দেওয়া হচ্ছে, সেটা চেয়ে বসেন। যিনি এখনও পর্যন্ত একবারও সেই মেডেল পাননি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লিপে দারুণ ক্যাচ নিয়ে মেডেল জিতেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে মেডেল এসেছিল শার্দুল ঠাকুরের ঝুলিতে। তৃতীয় ম্যাচে রাহুলকে সেই পদক দেওয়া হয়। চতুর্থ ম্যাচে কে পাবেন, সেটা নিয়ে লোকেশ রাহুল ও জাদেজার মধ্যে কিন্তু লড়াই শুরু হয়ে গেল। এখন কার গলায় সেই সোনার মেডেল আসে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.