Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘এবার না জিতলে, আরও তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হবে!’ বিস্ফোরক শাস্ত্রী

রোহিতদের সতর্ক করলেন রবি শাস্ত্রী।

ICC ODI World Cup 2023: Ravi Shastri issues warning ahead of semi final clash against New Zealand। Sangbad Pratidin

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে রোহিতের সঙ্গে আলোচনায় ব্যস্ত রবি শাস্ত্রী। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 13, 2023 11:40 am
  • Updated:November 14, 2023 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হয় এবার। নয় নেভার।’ এটাই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জেতার বড় সুযোগ টিম ইন্ডিয়ার (Team India)। না হলে একটা-দু’টো নয়, আরও তিনটে সংস্করণ কাপ ছোঁয়ার কথা ভাবতেও পারবে না রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলির (Virat Kohli) উত্তরসূরিরা।

বক্তা রবিশংকর জয়দ্রথ শাস্ত্রী (Ravi Shastri)। ’৮৩-র বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন হেডস্যর। চলতি বিশ্বকাপে একদা ছাত্রদের দুরন্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত শাস্ত্রী। একইসঙ্গে তাঁর সাবধানবাণী, এবার কাজটা সম্পূর্ণ না করতে পারলে অপেক্ষা বাড়বে ভারতের। শাস্ত্রীর কথায়, “দেশে এখন উচ্ছ্বাসের পরিবেশ। হবে নাই বা কেন! ১২ বছর হয়ে গেল শেষ বিশ্বকাপ জয়ের। এবার সেই জয়ের পুনরাবৃত্তির সুযোগ রয়েছে। আর দল যেভাবে খেলছে, তাতে আমি বলব এটাই সেরা সুযোগ। এবার সুযোগ হাতছাড়া করলে অন্তত তিনটে বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ভারতকে, এমন সুযোগের জন্য।” নিজের বক্তব্যের স্বপক্ষে প্রাক্তন বিশ্বজয়ীর যুক্তি, “এই দলে থাকা সাত-আট জন ক্রিকেটার দুরন্ত ফর্মে আছে। কিন্তু এটাই তাদের অধিকাংশের শেষ বিশ্বকাপ হতে চলেছে। এই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে অনেকটা সময় লাগবে। তাই এই সুযোগ হাতছাড়া করলে ভারতের অপেক্ষা বাড়বে।”

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: বিরাটের ৪৯তম শতরান থেকে শামির কামব্যাক, বিশ্বকাপে ভারতের ৯ জয়ের অ্যালবাম]

তবে একদিনে যে এই দলটা গড়ে ওঠেনি, তা জানাতেও ভোলেননি শাস্ত্রী। বিশেষত জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পেস আর রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিন সমানতালে সংহারকের ভূমিকা পালন করে চলেছে বলেই মনে করছেন তিনি। প্রাক্তন তারকার কথায়, “এই দুরন্ত পারফরম্যান্স করার জন্য সময় লাগে। রাতারাতি কিছু হয় না। ওরা প্রায় সকলেই বছর পাঁচেক ধরে একসঙ্গে খেলছে। সিরাজ একটু পর এসেছে, তবে সেটাও তিন বছর আগের ঘটনা। ধারাবাহিকভাবে বলটা কোথায় ফেলতে হবে, সেটা ভালোমতোই জানে ওরা। গতির থেকে ধারাবাহিকভাবে লাইন-লেংথ ধরে রাখার প্রয়োজনীয়তা যে বেশি, তা ওদের অজানা নয়। এই বিশ্বকাপেই দেখুন, ভারতীয় পেসাররা কেউই বিশেষ শর্ট বল করেনি। বরং এই শর্ট বলকে ওরা বিপক্ষকে চমকে দেওয়ার জন্য ব্যবহার করেছে। বরং অধিকাংশ বলই করেছে স্টাম্প লক্ষ্য করে।”

চলতি বিশ্বকাপে ভারত একমাত্র দল যাদের প্রধান বোলাররা সকলেই দশের বেশি উইকেট নিয়েছেন। শাস্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সেই প্রসঙ্গও। “ওরা বলটাকে দারুণভাবে ব্যবহার করছে। আমি বলব, সাদা বলের ক্রিকেটে গত পঞ্চাশ বছরে এটাই সবচেয়ে সেরা বোলিং অ্যাটাক,” বলছেন বুমরাহ-শামিদের খুব কাছ থেকে দেখা শাস্ত্রী।

[আরও পড়ুন: কোন মন্ত্রে সম্ভব হল নয়ে-নয়? অকপটে জানালেন রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement