একফ্রেমে দুই লেজেন্ড। ধোনির সঙ্গে রশিদ। ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) পরপর দুই ম্যাচ হেরে ব্যাপক চাপে পাকিস্তান (Pakistan)। এমন প্রেক্ষাপটে আগামী ২৩ অক্টোবর চেন্নাইতে (Chennai) আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। এদিকে গত ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হারলেও, ইংল্যান্ডকে (England) ৬৯ রানে হারিয়ে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন মুজিব-উর-রহমান (Mujib-Ur-Rahman), মহম্মদ নবিরা (Mohammad Nabi)। এমন একটা ম্যাচ খেলতে নামার আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে দেখা করলেন রশিদ খান (Rashid Khan)। নিলেন মূল্যবান টিপস। সেই ছবি ইনস্টাগ্রামে আপলোড করে আফগান লেগ স্পিনার বলেছেন, “মাহি ভাইয়ের সঙ্গে দেখা হলে সবসময় ভালো লাগে।’
তবে ছবি তুললেও ‘ক্যাপ্টেন কুল’-এর কাছ থেকে রশিদ কোন কোন পরামর্শ পেয়েছেন, সেটা অবশ্য আনতে রাজি হননি তিনি। যদিও নেটিজেনদের মতে, ভারতের পর অস্ট্রেলিয়ার কাছে হেরে এমনিতেই চাপে রয়েছে পাকিস্তান। এমন অবস্থায় ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অশিনায়ক এই তারকা লেগ স্পিনারকে মূল্যবান পরামর্শ দিয়েছেন বলে মনে করছে ক্রিকেট মহল।
View this post on Instagram
আফগানিস্তানের ক্রিকেটীয় উত্থানের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন রশিদ। ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন ৩৭ রানে ৩ উইকেট। এবারের কাপ যুদ্ধে আফগানিস্তানের প্রথম জয় হলেও, সামগ্রিক ভাবে বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তান প্রথম জয় পেয়েছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। ২০১৫ সালের বিশ্বকাপে। সেই জয়ের নেপথ্যেও বড় ভূমিকা নিয়েছিলেন রশিদ। এবার প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে কি আগ্রাসী মেজাজে দেখা যাবে? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। দেখতে চাইবেন ধোনিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.