Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: অজিদের বিরুদ্ধে খেলবেন শুভমান? বড় আপডেট দিলেন রাহুল দ্রাবিড়

মাঠে নামতে পারবেন শুভমান গিল?

ICC ODI World Cup 2023: Rahul Dravid provides major update on Shubman Gill's availability against Australia। Sangbad Pratidin

শুভমান খেলতে পারবেন? মুখ খুললেন রাহুল দ্রাবিড়।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 6, 2023 8:05 pm
  • Updated:October 6, 2023 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করার আগেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ডেঙ্গুতে আক্রান্ত শুভমান গিল (Shubman Gill)। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করার আগে বেশ চাপে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে দলের তারকা ওপেনার অসুস্থ হলেও দ্রাবিড় কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ।

শুক্রবার অর্থাৎ ৬ অক্টোবর সাংবাদিক বৈঠকে এসেছিলেন দ্রাবিড়। সেখানে শুভমানের মেডিক্যাল আপডেট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “শুভমান আগের থেকে অনেকটাই ভালো আছে। আমাদের মেডিক্যাল টিম সবসময় ওর দেখভাল করছে। এখনও ম্যাচ শুরু হতে ৩৬ ঘন্টা বাকি আছে। তাই সব দিক দেখেই সিদ্ধান্ত নেব।” 

Advertisement

[আরও পড়ুন: জাদেজা-অশ্বিনের রেপ্লিকা আমদানি করে মহড়া স্মিথ-ওয়ার্নারদের!]

ভারতীয় শিবির সূত্রের খবর, অজিদের বিরুদ্ধে শুভমানকে প্রথম ম্যাচে আদৌ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, শুভমানের সুস্থতার জন্য শনিবার অর্থাৎ ৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি যদি ১০০ শতাংশ সুস্থ হন, তাহলেই রবিবার তাঁকে খেলানো হবে। নাহলে টিম ম্যানেজমেন্টকে বিকল্প ভাবতে হবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীনই জ্বরে পড়েছিলেন শুভমান। সেই সময় অধিনায়ক রোহিত শর্মা জানান, শুভমান-সহ টিম ইন্ডিয়ার কয়েকজন সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। তবে পরে জানা যায়, গিলের অসুস্থতা সাধারণ ভাইরাল জ্বর নয়। তিনি আক্রান্ত ডেঙ্গুতে। শুক্রবার সকালে আরও একবার তাঁর ডেঙ্গু পরীক্ষা হয়েছে। সমস্যা হল শুক্রবার যদি তাঁর ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভও আসে, তাতেও তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকবেন কিনা সংশয় রয়েছে।

[আরও পড়ুন: ‘এক ঢিলে দুই পাখি!’ জাপানকে হারিয়ে সোনা জয়ের সঙ্গে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেল ভারত]

শুভমান যদি প্রথম ম্যাচে ছিটকে যান তাহলে সেটা যে ভারতীয় শিবিরের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত তিনি যদি না খেলতে পারেন, তাহলে ঈশান কিষাণকে ওপেন করানো হতে পারে। এমনকি টিম ম্যানেজমেন্ট কে এল রাহুলের কথাও ভেবে রেখেছে।

চলতি বছরটা শুভমানের দারুণ কাটছে। ভারতের তরুণ ওপেনার ইতিমধ্যেই চলতি বছর ২০টি একদিনের ম্যাচে ১২৩০ রান করে ফেলেছেন। গড় ৭২.৩৫। স্ট্রাইক রেট ১০৫.০৩। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৫টি অর্ধ শতরান। এদিকে একদিনের কেরিয়ারে ৩৫টি ম্যাচে তাঁর রান ১৮৬৪। গড় ৬৬.১০। স্ট্রাইক রেট ১০২.৮৪। সঙ্গে রয়েছে ৬টি শতরান ও ৯টি অর্ধ শতরান। সর্বাধিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। এহেন শুভমানের উপর কাপ যুদ্ধে টিম ম্যানেজমেন্ট ভরসা করে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement