প্রথম বিশ্বকাপেই তিনটি শতরান। ব্যাট দেখাচ্ছেন রাচীন রবীন্দ্র। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেই আসে সুযোগ। এভাবেই বদলে যায় ভাগ্য। এভাবেই জন্ম নেন নতুন তারকা। যেমনটা হল রাচীন রবীন্দ্রর (Rachin Ravindra) সঙ্গে। চলতি বিশ্বকাপে তিনটি শতরান করে ইতিমধ্যেই বিশেষ রেকর্ড গড়ে ফেলেছেন নিউজিল্যান্ডের (ICC World Cup 2023) তরুণ বাঁহাতি ব্যাটার। একইসঙ্গে এমন পারফরম্যান্সের সুবাদে আরও কয়েকটি নজির গড়ে ফেললেন ভারতীয় বংশোদ্ভূত ২৩ বছরের রাচীন।
এবারের কাপ যুদ্ধের উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৯৬ বলে ১২৩ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় শতরান এসেছিল অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। সেই ম্যাচে কিউইরা মাত্র ৫ রানে হারলেও, রাচীনের ব্যাট থেকে এসেছিল ৮৯ বলে ১১৬ রান। আর এবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে করলেন ৯৪ বলে ১০৮ রান। তাঁর এই মারকুটে ইনিংস ১৫টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল।
এদিন শাহিন শাহ আফ্রিদি ((Shaheen Shah Afridi) -হ্যারিস রউফের ((Haris Rauf) পিটিয়ে শতরানের সঙ্গে, চলতি প্রতিযোগিতার ৮ ম্যাচে ৫২৩ রান করে দ্বিতীয়স্থানে রয়েছেন রাচীন। গড় ৭৪.৭১। সর্বোচ্চ ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান। ১০৭.৩৯ স্ট্রাইক রেট বজায় ৩টি শতরান এবং ২টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।
এর পাশাপাশি আরও কয়েকটি নজির গড়লেন রাচীন। এই তরুণ হলেন তৃতীয় কিউই ব্যাটার যিনি কোনও বিশ্বকাপে ৫০০-র বেশি রান করলেন। ২০১৫ সালের বিশ্বকাপে মার্টিন গাপ্টিল ৯ ম্যাচে করেছিলেন ৫৪৭ রান। গড় ৬৮.৩৭। ১০৪.৫৮ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর সর্বোচ্চ রান ছিল অপরাজিত ২৩৭। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬৩ বলে দ্বিশতরান করেছিলেন প্রাক্তন ওপেনার। ২০১৯ সালের বিশ্বকাপে কেন উইলিলিয়ামসন করেছিলেন ১০ ম্যাচে ৫৭৮ রান। গড় ৮২.৫৭। স্ট্রাইক রেট ৭৪.৯৬। সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৪ বলে ১৪৮ রান।
কোনও একটি বিশ্বকাপে সর্বাধিক শতরান করার ক্ষেত্রেও নজির গড়লেন রাচীন। ১৯৭৫ সালে দুটি শতরান করেছিলেন গ্লেন টার্নার। ২০১৫ সালে গাপ্টিল ও ২০১৯ সালে উইলিয়ামসনও যথাক্রমে দুটি শতরান করেছিলেন। তবে এখনও পর্যন্ত নিজের প্রথম বিশ্বকাপেই তিনটি শতরান করে কিউই সিনিয়রদের ছাপিয়ে গেলেন এই তরুণ। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ বলে এসেছিল তাঁর শতরান। থামলেন ১০৮ রানে। তবে আউট হয়ে ফিরে যাওয়ার সময় গড়ে ফেললেন একাধিক নজির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.