Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বিশ্বকাপে ভরাডুবির জের, পাকিস্তানের পুরো সাপোর্ট স্টাফ ছাঁটাই! ঘোর অনিশ্চয়তায় বাবরের অধিনায়কত্ব

পাক ক্রিকেটের অচলাবস্থা কবে কাটবে?

ICC ODI World Cup 2023: Pakistan to sack entire set of foreign coaches after World Cup debacle, PCB to hold emergency meet with Babar Azam। Sangbad Pratidin

পাক ক্রিকেটে ডামাডোল চলছেই। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 14, 2023 1:43 pm
  • Updated:November 14, 2023 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভরাডুবির জের। প্রত্যশামতোই চাকরি হারিয়েছেন পাকিস্তানের (Pakistan) হেড কোচ গ্রান্ট ব্রাডবার্ন (Grant Bradburn), ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার (Mickey Arthur) ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক (Andrew Puttick)। সেই দেশের একাধিক সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে। অবশ্য আগেই ইস্তফা দিয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। তাঁর জায়গায় বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন উমর গুল (Umar Gul)। একইসঙ্গে জাতীয় দলের হয়ে সব ফরম্যাটে বাবর আজমের (Babar Azam) অধিনায়কত্ব ঘোর অনিশ্চয়তায় ভরা। শোনা যাচ্ছে পিসিবি-র (PCB) চেয়ারম্যান জাকা আশরাফের (Zaka Ashraf) সঙ্গে আলোচনার পরেই অধিনায়ক হিসাবে বাবরের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে।

সূত্রের দাবি, কাপযুদ্ধে ভরাডুবি নিয়ে প্রাক্তন অধিনায়ক ইউনিস খানের (Yunis Khan) সঙ্গে ইতিমধ্যেই জরুরি বৈঠক করেছেন জাকা আশরাফ। খুব দ্রুত বড় সিদ্ধান্ত জানানো হতে পারে। বিশ্বকাপে লিগ পর্বের ৯ ম্যাচে ৫টি হারের মুখ দেখেছিল পাকিস্তান। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আফগানিস্তানের কাছেও হারতে হয়েছিল মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan)। স্বভাবতই সেই দেশের একাধিক প্রাক্তনরা ক্ষুব্ধ। দেশে ফিরেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পাক দলকে।

Advertisement

[আরও পড়ুন: কাপযুদ্ধের সেমিফাইনালে ‘আইকন’ শচীনের কোন দুই রেকর্ড ভাঙতে পারেন বিরাট?]

সূত্রের দাবি, তিন ফরম্যাটে বাবরকে অধিনায়ক রাখা হবে কিনা সেটা নিয়েই আলোচনা হতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে জোরে বোলার শাহিন আফ্রিদিকে (Shaheen Shah Afridi) অধিনায়ক করা হতে পারে। পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক হতে পারেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। আবার অন্য একটি সূত্রের খবর, টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়তে হলে তিনি একদিনের ক্রিকেটেও আর অধিনায়ক থাকতে চাইছেন না বাবর।

শোনা যাচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ওয়াকার ইউনিস (Waqar Yunis) ও আফ্রিদিকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। ওয়াকার-আফ্রিদির পাশাপাশি আরও কিছু নাম উঠে এসেছে। এমনকি ইউনিস খান, আকিব জাভেদ, আজহার আলির নামও ভেসে বেড়াচ্ছে। একাধিক সূত্রের দাবি, কোচের তালিকায় শোয়েব মালিকের নামও রয়েছে। তাঁকে নাকি জাতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্বও দেওয়া হতে পারে। ওয়াকার অতীতে দুবার পাক জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। আফ্রিদিও এর আগে জাতীয় দলের মুখ্য নির্বাচক পদ সামলেছিলেন।

[আরও পড়ুন: বিরাট বনাম ট্রেন্ট বোল্টের হাইভোল্টেজ সেমিফাইনালের দ্যুতি বাড়াতে পারেন শচীনের সঙ্গে বেকহ্যাম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement