Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: পাকিস্তানের পতাকা হাতে হায়দরাবাদ বিমানবন্দরে গ্রেপ্তার ‘বসির চাচা’! এর পর কী হল?

বিশ্বকাপ দেখতে এসে বিপাকে 'বসির চাচা'

ICC ODI World Cup 2023: Pakistan Super fan Bashir Chacha detained after he waves Pakistani flag at Hyderabad airport। Sangbad Pratidin

ভারতে পা দিয়ে বিপাকে 'বসির চাচা'।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 28, 2023 8:29 pm
  • Updated:September 28, 2023 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা ক্রিকেট ভালোবাসেন, যারা ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন, তাঁরা সকলেই এক কথায় এই ভদ্রলোককে চেনেন। এহেন পাক বংশোদ্ভূত ‘বসির চাচা’ (Bashir Chacha) থাকেন আমেরিকার শিকাগো শহরে। তাই তাঁকে ভালোবেসে অনেকেই ‘শিকাগো চাচা’ নামেও ডেকে থাকেন। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলি (Virat Kohli) সবাই ওঁকে চেনেন। তবে এবার সেই ‘বসির চাচা’ মহা বিপদে পড়লেন। বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) বিশ্বকাপে সমর্থন করার জন্য ভারতের মাটিতে তিনিও পা রেখেছেন। যদিও ভারতের মাটিতে পাকিস্তানের (Pakistan) পতাকা নিয়ে ওড়ানোর অপরাধে তাঁকে হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোশাল মিডিয়ার যুগে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

শেষবার ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। এর দীর্ঘ সাত বছর পর ফের চিরপ্রতিদ্বন্দ্বী দেশে পা রাখল ‘সবুজ বাহিনী’। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে আসার কথা ছিল বাবরদের। কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয় পাক দল। সোমবারের পরিবর্তে বুধবার রাতের দিকে সোজা দুবাই হয়ে ভারতে চলে আসেন বাবররা। আর নিজামের শহরে পা রেখেই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত পাক তারকারা। প্রতিবেশী দেশের ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য,তাঁদের স্বাগত জানানোর জন্য রাতের দিকে হায়দরাবাদ বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়।

Advertisement

[আরও পড়ুন: শেষ মুহূর্তে ভাগ্যবদল, অক্ষরের পরিবর্তে বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে ঢুকলেন অশ্বিন]

তবে ‘বসির চাচা’ ভারতের মাটিতে তাঁর দেশের পতাকা ওড়াতেই বদলে গেল পরিস্থিতি। যদিও পুলিশের আধিকারিকদের নিজের আসল কাগজপত্র দেখিয়ে পরে মুক্তি পান এই ক্রিকেট পাগল। এখানে জানিয়ে রাখা ভালো ‘বসির চাচা’-র ভারতযাত্রা কিন্তু এই প্রথম নয়। এর আগে ২০১১ সালের বিশ্বকাপ, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ভারতে এসেছিলেন। এবং সব জায়গায় তাঁকে পাকিস্তানের পতাকা হাতে দেখা গিয়েছিল। তবে এবার তাঁকে কেন গ্রেপ্তার করা হল? সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

৬ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচও হায়দরাবাদে। এরপর আহমেদাবাদে উড়ে যাবে পাকিস্তান। ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের দল।

[আরও পড়ুন: কোন পছন্দের খাবার ছাড়াই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে বাবরের পাকিস্তান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement